নিজের বিকল্প রেখে গেলেন ওয়ার্নার

নিজের বিকল্প রেখে গেলেন ওয়ার্নার

সুপার এইটের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরে যাওয়ায় বাদ পড়ে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে শেষ হয় আগে ডেভিড ওয়ার্নারের আন্তর্জাতিক ক্যারিয়ার। কেননা, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তিনি জানিয়েছিলেন, এই বিশ্বকাপেই থামছেন তিনি। স্বাভাবিকভাবেই তাই অস্ট্রেলিয়াকে ভাবতে হচ্ছে ওয়ার্নারের বিকল্প ক্রিকেটার নিয়ে। তবে অজিদের সেই কাজটা সহজ করে দিয়েছেন ওয়ার্নার নিজেই। জানিয়েছেন কে হতে পারেন তার জায়গায় যোগ্য বিকল্প।

এ তালিকায় নিজের বিকল্প হিসেবে ওয়ার্নার বেছে নিয়েছেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে। এই ২২ বছর বয়সী ক্রিকেটার সবশেষ আইপিএলেই দারুণ সারা ফেলে দিয়েছেন। তার মতে, ম্যাকগার্ক কেবল টি-টোয়েন্টি নয় ওয়ানডে ও টেস্টের দায়িত্বটাও ভালোই সামলাতে পারবে। কেননা, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ওয়ার্নারের দলে খেলায় এই তরুণকে খুব কাছ থেকেই দেখেছেন তিনি। আইপিএলে নজর কেড়ে এরপর অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের রিজার্ভ ক্রিকেটার হিসেবেও ছিলেন ম্যাকগার্ক।

সেই ম্যাকগার্ককেই এবার নিজের জায়গায় স্থায়ীভাবে চেয়েছেন ওয়ার্নার। ওয়ার্নার বলেন, ‘আমি বিশ্বাস করি এই দায়িত্বটা সে ভালোভাবেই সামলাতে পারবে। ওয়ানডেতে হয়তো তার শুরুটা আমার মতো হতে পারে। ৭ ম্যাচ খেলেই আমি বাদ পড়েছিলাম। কারণ আমি বুঝতে পারছিলাম না ৫০ ওভারের ক্রিকেটটা কি করে খেলতে হয়। টি-টোয়েন্টি থেকেই এটা আমি শিখেছি। সুতরাং ওয়ানডে দৃষ্টিকোণ থেকে যদি সে এটা শেখে এবং বুঝতে পারে তবে তার দুর্দান্ত ক্যারিয়ার হবে, বিশেষ করে বিশ্বের সেরা উইকেটে অস্ট্রেলিয়ায় ব্যাটিং।’

ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ানডে খেলা ফ্রেজার-ম্যাকগার্ক জোড়া ইনিংস মিলিয়ে ২৩ বলে ৫১ রান করেছেন এবং মৌসুমের শুরুতে মার্শ কাপে ২৯ বলে ওয়ানডে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছিলেন, সেপ্টেম্বরে স্কটল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য অস্ট্রেলিয়া দলে তাকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর