রোহিতের মাইলফলক ছোঁয়ার দিনে কোহলির বিব্রতকর রেকর্ড
ইংল্যান্ডের বিপক্ষে দুজনে নেমেছিলেন ভারতের ইনিংসের গোড়াপত্তনে। তবে দুজনের দিনটা গেল একেবারে ১৮০ ডিগ্রি উল্টো দিশায়। রোহিত শর্মা যেখানে মাইলফলক ছুঁলেন, সেখানে বিরাট কোহলি জায়গা করে নিলেন বিব্রতকর এক রেকর্ডে।
আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ইনিংসের শুরুতে নেমে বিরাট কোহলি একটু দেখে শুনে শুরু করেছিলেন। রিস টপলিকে ছক্কা হাঁকিয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন। তবে সে ছক্কাটা যেন কোহলিকে অতি আত্মবিশ্বাসীই করে তুলেছিল।
এক বল পর অনেকটা একই ঢঙে আরও একটা ছক্কা হাঁকাতে গিয়েই বিপত্তিটা বাধালেন কোহলি। লাইন মিস করে বোল্ড হলেন তিনি। আর তাতেই তিনি ঢুকে গেছেন রেকর্ডের পাতায়।
আজ তিনি বিশ্বকাপের এক আসরে ওপেনার হিসেবে সর্বনিম্ন গড়ের রেকর্ডের তালিকায় ঢুকে গেছেন। তালিকায় তিনি আছেন তিনে। এই তালিকার শীর্ষ পাঁচের ৩ জনই অবশ্য বাংলাদেশের!
ওদিকে রোহিত শর্মা ইংল্যান্ডের বিপক্ষে ২৪ রান তুলতেই ছুঁয়ে ফেলেছেন একটা মাইলফলক। পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসেবে তিনি ছুঁয়ে ফেলেছেন ৫০০০ রানের মাইলফলক। এই তালিকায় শীর্ষে অবশ্য আছেন বিরাট কোহলিই। অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটে তার রান ১২৮৮৩।
এক বিশ্বকাপে ওপেনারের সর্বনিম্ন গড় (কমপক্ষে ৫ ইনিংসের পর)
৯.৬০- সৌম্য সরকার (বাংলাদেশ, ২০১৬)
৯.৮০- ওয়েসলি মাধেভেরে (জিম্বাবুয়ে, ২০২২)
১০.৭১- বিরাট কোহলি (ভারত, ২০২৪)
১০.৮৫- তানজিদ তামিম (বাংলাদেশ, ২০২৪)
১১.২০- তামিম ইকবাল (বাংলাদেশ, ২০০৭)
সব ফরম্যাটে ভারতীয় অধিনায়কদের সর্বোচ্চ রান
১১৮৮৩– বিরাট কোহলি
১১২০৭– মহেন্দ্র সিং ধোনি
৮০৯৫– মোহাম্মদ আজহারউদ্দিন
৭৬৪৩– সৌরভ গাঙ্গুলি
৫০০০*– রোহিত শর্মা