বিশ্বকাপ মিশন শেষে ঢাকায় বাংলাদেশ দল
বিশ্বকাপটা এবার ভালো-মন্দের মিশেলে কেটেছে বাংলাদেশের। এই বিশ্বকাপের মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ সকাল ৯টায় ঢাকায় পা রাখেন তাসকিন আহমেদরা।
বিশ্বকাপ মিশনটা গেল ২৫ জুন শেষ হয়েছে দলের। অ্যান্টিগা থেকে বাংলাদেশ ঢাকার পথে যাত্রা শুরু করে গত বুধবার। সেখান থেকে মায়ামি, দুবাই হয়ে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছে টাইগাররা।
চলমান এই আসরে বাংলাদেশ গ্রুপ পর্বে তিন জয় নিয়ে চলে যায় সুপার এইটে। জয়ের হিসেবে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য। যদিও সামগ্রিক মানদণ্ডে এটা বেশ নগণ্যই।
দলের পক্ষে সর্বোচ্চ রানটা তাওহীদ হৃদয়ের। ৭ ম্যাচে ২২ ছুঁইছুঁই গড়ে ১২৮.৫৭ স্ট্রাইক রেটে করেছেন ১৫৩ রান। দলের পক্ষে দুটো ফিফটি এসেছে এই সাত ম্যাচে, একটা করেছেন সাকিব আল হাসান, আরেকটা লিটন দাস। এছাড়া দলের বাকি ব্যাটারদের পারফর্ম ছিল বেশ বিবর্ণ।
যদিও বোলিং বিভাগ সাফল্য পেয়েছে নিয়মিতই। ৭ ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ১৪টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এক বিশ্বকাপে এর চেয়ে বেশি উইকেট পাননি আর কেউ। রিশাদ এখন পর্যন্ত আসরের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারীও। এছাড়াও তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমানরাও বেশ পারফর্ম করেছেন দলের হয়ে।
এরপরও দলের সাফল্যটা আরও বড় হয়নি ব্যাটারদের ব্যর্থতায়। যার ফলে সুপার এইট শেষেই দেশে ফিরে আসতে হয়েছে বাংলাদেশকে।