‘চোকার্স’ তকমা ঘোচানোর পর শিরোপা জয়ের স্বপ্ন ইয়ানসেনের

  • নিউজরুম এডিটর
  • ০২:১২ পিএম | ২৮ জুন, ২০২৪

একবার না পারিলে দেখ শতবার। দক্ষিণ আফ্রিকাকে অবশ্য শতবার পর্যন্ত ধৈর্য ধরতে হয়নি। ১০ বার ফেল করার পর ১১ তম বারেই এসে সাফল্য পেয়েছেন। সেমিফাইনালের বাধা টপকে পা রেখেছেন প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে। এখন শিরোপা জিততে পারলেই ষোলো কলা পূর্ণ।

তবে মাঝের সময়টাতে একের পর এক ব্যর্থতায় তাদের নামের সঙ্গে জুড়ে গিয়েছিল ‘চোকার্স’ তকমাটা। সেই তকমা পুরোপুরিই দূর হতে পারে শিরোপা জিতলে। সেই লক্ষ্যেই এখন দক্ষিণ আফ্রিকা মাঠে নামবে ভারতের বিপক্ষে। তবে তার আগে প্রোটিয়াদেরকে ফাইনালে তোলার নায়ক মার্কো ইয়ানসেন জানালেন তারা আর চোকার্স নয়। চোখ রাখছেন শিরোপা জয়ে।

প্রোটিয়াদের চোকার্স তকমা দূর হয়েছে জানিয়ে ইয়ানসেন বলেন, ‘আমি এখনও তরুণ, আর আমি এটা (চোকার্স) বিশ্বাসও করি না। যে ছেলেরা দীর্ঘদিন ধরে খেলছে, তাদের সঙ্গে এই দলে এসে সেই আখ্যান পরিবর্তন করা খুব ভাল দিক। চোকার্স লেবেলের পরিপ্রেক্ষিতে আমি বেশ আনন্দিত যে, আমরা এই বিশ্বকাপে কিছুটা হলেও এটা পরিবর্তন করেছি। এই বিশ্বকাপে আমরা যে ম্যাচগুলো খেলেছি, তাতে অনেক দলই সীমা অতিক্রম করতে পারত না।’

আফগানিস্তানের বিপক্ষে ৩ ওভারে ১৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন ইয়ানসেন। তার দাপুটে বোলিংয়েই ম্যাচ থেকে ছিটকে যায় আফগানিস্তান। অলআউট হয় ৫৬ রানে। পরে দাপুটে জয় তুলে ফাইনালে পা রাখে দক্ষিণ আফ্রিকা। ঘুচিয়ে দেয় চোকার্স তকমা। নিজের বোলিং নিয়ে তাই দারুণ খুশি এই প্রোটিয়া পেসার। এখন তাই ফাইনালে চোখ রাখছেন। ম্যাচে যায় হোক সেরাটা নিঙড়ে দেওয়ায় তার লক্ষ্য।

ফাইনাল নিয়ে ইয়ানসেন বলেন, ‘উইকেট কিরকম আচরণ করবে তা নিয়ে আমরা নিশ্চিত ছিলাম না। আমরা প্রথম ওভারে একটি উইকেট পেয়ে খুশি হয়েছিলাম এবং তারপরে যখন আমি আমার তৃতীয়টি পেয়েছি তখন আমরা দেখেছিলাম যে উইকেটটি কেমন আচরণ করছে। কাজেই ফাইনালেও সেটি ধরে রাখতে চাইব। ফাইনালেও আমরা আমাদের সেরাটা দিতে যাচ্ছি। ম্যাচে যাই ঘটুক আমাদের লক্ষ্য থাকবে নিজেকে উজাড় করে দেওয়ার।’

খেলার দুনিয়া | ফলো করুন :