এমন বাজে ব্যাটিং ১০ বছরের ক্যারিয়ারে দেখেননি তাসকিন
‘টপ অর্ডার ব্যাটাররা দায়িত্ব পালন করতে পারেনি’ – অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বা বাংলাদেশ দলের মুখপাত্রদের কণ্টগে কথাটা ক’বার শুনেছেন এবারের বিশ্বকাপে? তাদের এ কথা বলার সুযোগটা এনে দিয়েছেন ব্যাটাররাই। বিশেষ করে টপ অর্ডার ব্যর্থতার মুখে পড়েছে নিয়মিতই।
এমন কিছু অবশ্য শেষ অনেক দিন ধরেই চলছে। গেল ওয়ানডে বিশ্বকাপেও দলের টপ অর্ডার বড় রান এনে দিতে ব্যর্থ হয়েছে। এরপর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই পরিণতি ব্যাটিং লাইন আপের। এভাবে টানা ব্যাটিং ব্যর্থতার কবলে বাংলাদেশকে নিজের ক্যারিয়ারে কখনোই পড়তে দেখেননি, দাবি তাসকিন আহমেদের।
যুক্তরাষ্ট্র পর্বে মোটামুটি সব দলেরই ব্যাটিং লাইন আপ ধুঁকেছে। সে বিষয়টা সামনে এনে তাসকিন বলেন, ‘ব্যাটিং বিপর্যয়, টু বি অনেস্ট, প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রে যখন খেলা হয়েছে, তখন ব্যাটারদের প্রতি সাহায্যটা কম ছিল, আপনি যদি পরিসংখ্যান দেখেন, অন্যান্য দেশও ভুগেছে। ওখানে বোলারদের একটু সুবিধা ছিল। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর উইকেট হয়তো কিছুটা ভালো হয়েছে।’
এরপরই ব্যাটিং নিয়ে নিজের হতাশাটা ঝাড়লেন বাংলাদেশ সহ-অধিনায়ক। বললেন, ‘কিন্তু তাও আসলে এত লম্বা সময় ধরে ব্যাটিংয়ে বাজে সময় দেখিনি, দশ বছর ধরে খেলছি, এটা দ্রুত কাটিয়ে উঠবে দল, আশা করি।’