আফগানিস্তান ম্যাচে লক্ষ্য ছিল সেমিফাইনালই

আফগানিস্তান ম্যাচে লক্ষ্য ছিল সেমিফাইনালই

বিশ্বকাপের নয় আসরের সবকটিতে খেলেও সেমিফাইনালে খেলতে পারেনি, এমন দল একটাই আছে। আর সে দলটা হলো বাংলাদেশ। সে বিদঘুটে তথ্যটা মুছে দেওয়ার সুযোগ গেল বিশ্বকাপে পেয়েছিল বাংলাদেশ, নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই চলে যেত সেমিফাইনালে। সেদিন তা করে দেখাতে পারেনি দল।  

এবারের বিশ্বকাপেও সুযোগটা এসেছিল। কঠিন ছিল, তবে অসম্ভব কিছুই ছিল না। আফগানিস্তানের ১১৫ রান টপকে যেতে হতো ১২.১ ওভারের মধ্যে। তবে বাংলাদেশ তা পারেনি, ম্যাচটাও জিততে পারেনি শেষমেশ। হেরেছে ৮ রানে। এই জয় নিয়ে বাংলাদেশকে দর্শক বানিয়ে আফগানিস্তানই চলে যায় সেমিফাইনালে। 

তবে ম্যাচ হারের পর প্রতিক্রিয়া আর সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যা বলেছেন, তা নিয়ে সমালোচনা কম হয়নি। শান্ত বলেছিলেন, ‘পরিকল্পনাটা এমন ছিল যে আমরা প্রথম ৬ ওভার চেষ্টা করব। পরিকল্পনা ছিল, যদি আমরা ভালো শুরু করি, দ্রুত উইকেট যদি না পড়ে, তাহলে আমরা সুযোগটা নেব। কিন্তু যখন আমাদের দ্রুত ৩ উইকেট পড়ে গেল,  তখন আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল—যেন আমরা ম্যাচটা জিততে পারি।’

তবে আজ তাসকিন জানালেন, আফগানদের বিপক্ষে সেমিফাইনালে চোখ রেখেই নেমেছিল বাংলাদেশ। তিনি বলেন, আসলে যে জিনিসগুলো হয়ে গেছে, আমরাও একটু দুঃখ পেয়েছি। ভক্ত-ক্রিকেটপ্রেমীদের সবাই একটু দুঃখিত যে প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি। কয়েকটা ম্যাচে হয়তো আমাদের জেতার কথা ছিল, তা আমরা পারিনি। বিশেষ করে শেষ ম্যাচটা যেটা, ১২.১ ওভারে আমাদের চেজ করার ইন্টেন্ট সবারই ছিল, সেভাবেই খেলাটা শুরু করেছিলাম। একটা পর্যায়ে গিয়ে যখন মনে হলো আর হবে না ১২ ওভারে, তখন সাধারণভাবে জেতার চেষ্টা করা… এই পরিকল্পনাটা ছিল আমাদের। এরপর সে চেষ্টাটা করেও আমরা পারিনি দুর্ভাগ্যজনকভাবে। কি আর করা!’

সম্পর্কিত খবর