বিশ্বকাপ জিততে সতীর্থদের যেই বার্তা রোহিতের

বিশ্বকাপ জিততে সতীর্থদের যেই বার্তা রোহিতের

ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারত। শনিবার বার্বাডোসে অনুষ্ঠিত হতে চলা ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এবারই প্রথম দক্ষিণ আফ্রিকা খেলছে কোনো বিশ্বকাপের ফাইনালে। অন্যদিকে দশ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে ভারত। সবশেষ ভারত আইসিসির কোনো শিরোপা জিতেছিল ২০১৩ সালে। মাঝের সময়টাতে হওয়া প্রতিটি আসরেই ভারত ফেভারিট হিসেবে থাকলেও কখনোই শিরোপা জিততে পারেনি দলটি।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। যা এই ম্যাচের আগেও ভারতকে খানকিটা চাপেই রাখছে। তবে এবার বেশ সতর্ক ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের ফাইনালে নামার আগে দলের সতীর্থদের উদ্দেশে বার্তা দিয়েছেন রোহিত। যা মানলে বিশ্বকাপ শিরোপা খরটা কেটে যেতে পারে ভারতের।

সেমিফাইনালে জয়ের পর ফাইনালে জিততে হলে কি করতে হবে তা জানিয়ে রোহিত বলেন, ‘আমরা দল হিসাবে খুব শান্ত ছিলাম। আমরা উপলক্ষটি বুঝতে পারি (ফাইনাল)। কিন্তু আমাদের জন্য এখন শান্ত থাকা এবং সংযত থাকা গুরুত্বপূর্ণ। এটা আমাদের ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমাদের ৪০ ওভারই ভালো সিদ্ধান্ত নিতে হবে। এই ম্যাচেও আমরা স্থির এবং শান্ত ছিলাম এবং খুব বেশি আতঙ্কিত হইনি। এটাই আমাদের সাফল্যের মূল মন্ত্র। উপলক্ষটি গুরুত্বপূর্ণ, তবে আমাদেরও ভালো ক্রিকেট খেলতে হবে।’

ভারতকে ফাইনালে নিয়ে আসার পেছনে সেমিফাইনালে বড় ভূমিকা রেখেছে স্পিনাররা। অক্ষর প্যাটেল ২৩ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট। কুলদীপ ছিলেন আরও ক্ষুরধার। ১৯ রান খরচায় তার শিকার ৩ উইকেট। আর এখানটাতেই ইংল্যান্ড হেরে যায়। তাদের ওপর তাই ফাইনালেও তাকিয়ে থাকবে দল।

যা নিয়ে রোহিত বলেন, ‘তারা স্পিন বন্দুক। যখন কন্ডিশন তাদের পক্ষে থাকে তখন তাদের বিপক্ষে শট খেলা খুব কঠিন। হ্যাঁ, সেই বলগুলো করার সময় তাদের উপর চাপ ছিল, কিন্তু তারা খুব শান্ত ছিল। তারা জানত কী বোলিং করতে হবে। প্রথম ইনিংসের পরে আমরা আড্ডা দিয়েছিলাম। পরিকল্পনা ছিল যতটা সম্ভব স্টাম্পে আঘাত করা এবং তারা তাই করেছে।’

সম্পর্কিত খবর