ফাইনালেও বৃষ্টির চোখ রাঙানি, ম্যাচ না হলে শিরোপা উঠবে কার হাতে?
এবারের বিশ্বকাপে বৃষ্টি যেন হয়ে উঠেছে দলগুলোর সবচেয়ে বড় প্রতিপক্ষ। প্রায় প্রতি ম্যাচেই থাকছে বৃষ্টির শঙ্কা। সেই শঙ্কা এবার ফাইনালেও। যা নিয়ে স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে বৃষ্টিতে ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়াতে না পারলে শিরোপা হাতে উঠবে কোন দলের, দক্ষিণ আফ্রিকা না ভারতের?
তার আগে জেনে নেওয়া যাক বৃষ্টির সম্ভাবনা ঠিক কতটা, ম্যাচ ভেন্যু বার্বাডোসের আবহাওয়ার পূর্বাভাস বলছে, ভোর ৪ টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্টেডিয়াম এলাকাজুড়ে। তবে ম্যাচের সময় স্থানীয় সময় সকাল ১০ টা থেকে দুপুর ১ পর্যন্ত সেই সম্ভাবনা কমে নেমে আসবে ৩০ শতাংশে। তবে ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া পুরো আসর জুড়ে যেই ধারাবাহিকতা বজায় রেখেছে তাতে পুরো ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেলেও খুব বেশি অবাক হওয়ার থাকবে না। তাই বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে আইসিসি কি সিদ্ধান্ত নেবে। শিরোপাই বা উঠবে কার হাতে তা জানতেই হচ্ছে।
এ ব্যাপারে আইসিসি অবশ্য সবকিছু ঠিক করেই রেখেছে। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে না থাকলেও প্রথম সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা আছে আগে থেকেই। তাই কোনো কারণে প্রথম দিন বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়াতে না পারলে ফাইনাল হবে পরদিন। তবে তার আগে নির্দিষ্ট দিনেই খেলা শেষ কারার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে আইসিসি। আর এর জন্য নির্ধারিত সময়ের চেয়েও ১৯০ মিনিট বা ৩ ঘণ্টা ১০ মিনিট সময় বেশি রেখেছে আইসিসি। অর্থাৎ এই সময়ের মধ্যে কোনো ওভারই কাটবে না আইসিসি।
তবে এরপরও বৃষ্টি না থামলে ওভার কমিয়ে ম্যাচে ফল আনতে কমপক্ষে দুই দলের খেলা হতে হবে ১০ ওভার করে। এই ১০ ওভার করে খেলাও যদি ফাইনালের দিন শেষ না হয়, তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। তবে কোনো কারণে সেদিনও যদি ম্যাচ শেষ না করা যায় তখন যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দু’দলকে।
আর যদি ম্যাচ টাই হয় তখন যদি সুপার ওভারে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি তখনও দু’দল যৌথভাবে চ্যাম্পিয়ন হবে। কেননা, এখানে হিসেব করা হবে না ফাইনালে উঠতে কোন দল বেশি ম্যাচ জিতছে। আর সেটি হলেও অবশ্য ফলটা থাকবে একই। কেননা, ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই দলের কেউই এখন পর্যন্ত হারেনি টুর্নামেন্টে।