বিশ্বকাপ ফাইনালে বৃষ্টির সম্ভাবনা কেমন?
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত আর দক্ষিণ আফ্রিকা। পুরো বিশ্বকাপেই বৃষ্টি বেশ বাগড়া দিয়েছে সময়ে-অসময়ে। তাই ফাইনালের আগে প্রশ্ন উঠে যাচ্ছে, আজকের ফাইনালে বৃষ্টির সম্ভাবনা আছে কেমন?
উত্তরটা হচ্ছে– হ্যাঁ, আছে। শুধু বৃষ্টিই নয়, ঝড়ও বয়ে যেতে পারে বার্বাডোজের ওপর দিয়ে। এই খবর জানা গেছে বার্বাডোজ মেটেওরলজিকাল সার্ভিসের একটি বিবৃতিতে। সেখানে বলা হয়েছে দ্বীপের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ধুয়ে দিয়ে যেতে পারে ট্রপিকাল ঝড়।
অ্যাকিউওয়েদার জানাচ্ছে, আজ টস বৃষ্টির কারণে পিছিয়ে যেতে পারে। সঙ্গে খেলাতেও বাগড়া দিতে পারে বৃষ্টি। আজ সকালে বার্বাডোজে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। টসের সময় সম্ভাবনাটা কমে ৩০ শতাংশে নেমে আসবে। তবে বিকেল গড়াতেই আবার তা উঠে যাবে ৫০ শতাংশে।
বৃষ্টির জন্য বাড়তি যে সতর্কতা–
– বৃষ্টির বাগড়ার কথা মাথায় রেখে ম্যাচের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৯০ মিনিট বাড়তি সময়।
– ম্যাচের ফলাফল আসতে হলে দুই দলকে কমপক্ষে ১০ ওভার করে খেলতে হবে।
– শনিবার ম্যাচ শেষ না হলে খেলা গড়াবে রবিবারের রিজার্ভ ডে তে।
– খেলা যদি শুরু হয়, কিন্তু বাজে আবহাওয়ার কারণে তা শেষ না করা যায়, তাহলে রিজার্ভ ডেতে সেখান থেকেই খেলা শুরু হবে।
– বৃষ্টির কারণে যদি রিজার্ভ ডেতেও খেলা না হয়, তাহলে দুই দলকেই জয়ী ঘোষণা করা হবে।