প্রোটিয়াদেরও জেতার সমান অধিকার আছে বলে জানান দ্রাবিড়

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:৪৯ পিএম | ২৯ জুন, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম এই আসরের পর্দা নামতে যাচ্ছে আজ (শনিবার)। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে বার্বাডোজে শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেখানে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ শিরোপার দুয়ারে প্রোটিয়ারা। এদিকে রোহিত-কোহলিদের নজর সাদা বলের এই ফরম্যাটের ‘দ্বিতীয়’ শিরোপায়।

আসরের শুরু থেকেই শিরোপায় নজর ছিল ভারতের। ফাইনালকে সামনে রেখে এমনটাই জানান রোহিতদের কোচ রাহুল দ্রাবিড়। তবে নিজেদের এগিয়েও রাখলেও প্রোটিয়াদেরও কোনোভাবে ছোট করে দেখছেন না ভারতের সাবেক এই ক্রিকেটার। জানান তাদের মতো দক্ষিণ আফ্রিকারও শিরোপার জেতার সমান অধিকার আছে। 

ফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘অন্য দলটিও (দক্ষিণ আফ্রিকা) তো একই লক্ষ্য নিয়ে এসেছে, তারাও ফাইনালে উঠেছে। তারাও ভালো ক্রিকেট খেলেই ফাইনালে এসেছে। আমাদের যতটুকু জেতার অধিকার আছে, তাদেরও আছে। আশা করি, এবার ফাইনালের দিনটিতে আমরা ভালো ক্রিকেট খেলব।’ 

আট মাস আগেই আরও একটি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের সেই ফাইনালে হেরেছিল রোহিতের দল। তবে সেই ফাইনাল হারের স্মৃতি ফেরাতে চান না দ্রাবিড়। এমনকি সেই হার থেকে কোনো শিক্ষাও নিতে চান না। 

খেলার দুনিয়া | ফলো করুন :