‘অপরাজিত’ চ্যাম্পিয়নের অপেক্ষায় ভারত-দক্ষিণ আফ্রিকা
পরিসংখ্যান বিচারে আসরের সবচেয়ে সফল ও শক্তিশালী দল দুটিই উঠেছে ফাইনালে। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম এই আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি দুই ফাইনালিস্ট ভারত ও দক্ষিণ আফ্রিকা। অবশ্য আজ (শনিবার) বার্বাডোজে শিরোপা লড়াইয়ের ম্যাচ শেষে ‘অপরাজিত’ তকমা থাকবে কোনো এক দলেরই।
গ্রুপপর্ব, সুপার এইট, সেমি-ফাইনালে মিলিয়ে এখন পর্যন্ত আটটি ম্যাচের সবগুলোই জিতেছে দক্ষিণ আফ্রিকা। এদিকে গ্রুপপর্বে কানাডার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়া ছাড়া আসরের বাকি সাত ম্যাচের সবগুলোই জিতেছে রোহিত শর্মার দল।
১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ট্রফি জয়ের ২৬ বছর পর আইসিসি কোনো ইভেন্টের ফাইনালে পৌঁছাল দক্ষিণ আফ্রিকা। তবে ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপের এই প্রথম। এতেই ‘প্রথম’ কোনো বিশ্বকাপ শিরোপা জিততে প্রোটিয়াদের দরকার কেবল একটি জয়। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ২০০৭ সালেই শিরোপা জিতেছিল ভারত। এরপর ২০১৪ আসরে ফাইনালে উঠলেও লঙ্কানদের কাছে শিরোপা খুইয়েছিল তৎকালের মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি। এতে ১৭ বছর পর টুর্নামেন্টের ‘দ্বিতীয়’ শিরোপায় নজর রোহিত শর্মার দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের ফাইনালে লড়তে যাচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ আসরে সেমিতে লড়েছিল দল দুটি। সেখানে ৬ উইকেটে জিতেছিল ভারত।
২০১৪ আসরের সেই সেমিসহ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে দল দুটি। সেখানে জয়ের দিক দিয়ে এগিয়ে ভারত। তারা জিতেছে চারটি ম্যাচেই।
বার্বাডোজে আজকের এই শিরোপা লড়াইয়ের ম্যাচ দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের নবম এই আসরের। কেনসিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।