ব্রিজটাউনের আকাশে মেঘ, হচ্ছে না বৃষ্টি
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটা হবে ব্রিজটাউনের মাঠ কিংস্টাউন ওভালে। চলতি বিশ্বকাপের প্রায় পুরোটা সময়েই দেখা গেছে কম-বেশি বৃষ্টি। একাধিক ম্যাচে বেশ কয়েকবার করেও বৃষ্টি বাঁধা দিয়েছে। আজ ফাইনাল ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুধু বৃষ্টিই নয়, ঝড়ও বয়ে যেতে পারে বার্বাডোজের ওপর দিয়ে। এই খবর জানা গেছে বার্বাডোজ মেটেওরলজিকাল সার্ভিসের একটি বিবৃতিতে। সেখানে বলা হয়েছে যে শহরের ওপর দিয়ে বয়ে যেতে পারে ট্রপিকাল ঝড়। তবে এই মুহুর্তে সেখানে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি পড়ছে না।
বৃষ্টির কারণে আজ টসও পিছিয়ে যেতে পারে, কারণ আজ সকালে বার্বাডোজে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। ঠিক টসের সময়েও বৃষ্টি বাগড়া দিতে পারে, তবে বৃষ্টির পরিমাণ কমে তখন ৩০ শতাংশে নেমে আসবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বিকেল গড়াতেই আবার সম্ভাবনা উঠে যাবে ৫০ শতাংশে।
ফলে বার্বাডোজের আজকের ফাইনাল ম্যাচ একের অধিকবার বৃষ্টির সম্মুখীন হতে পারে এই শঙ্কা আছে যথেষ্ট। টসের সময় থেকে শুরু করে ম্যাচের মাঝামাঝি সময় পর্যন্ত হতে পারে মৃদু থেকে ভারী বৃষ্টিপাত। এমনটা হলে ম্যাচের ফলাফল কি হবে?
ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে পেছালে বা কোনো কারণে মাঠেই না গড়ালে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে তা নির্ধারণ করে রেখেছে আইসিসি। চলুন তা জেনে নেওয়া যাক।
– বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে ম্যাচের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৯০ মিনিট বাড়তি সময়।
– ম্যাচের ফলাফল আসতে হলে দুই দলকে কমপক্ষে ১০ ওভার করে খেলতে হবে।
– শনিবার ম্যাচ শেষ না হলে খেলা গড়াবে রবিবারের রিজার্ভ ডে তে।
– খেলা যদি শুরু হয়, কিন্তু বাজে আবহাওয়ার কারণে তা শেষ না করা যায়, তাহলে রিজার্ভ ডেতে সেখান থেকেই খেলা শুরু হবে।
– বৃষ্টির কারণে যদি রিজার্ভ ডেতেও খেলা না হয়, তাহলে দুই দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হবে।