'আপাতত পরিবর্তন আসছে না ক্যাপ্টেন্সিতে'

'আপাতত পরিবর্তন আসছে না ক্যাপ্টেন্সিতে'

টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে যাচ্ছে তাই পারফর্ম্যান্সের পরও নড়বড় হচ্ছে না নাজমুল শান্তের জায়গা। পারফর্মার শান্তর যেখানে ব্যাট হাতেই বেহাল দশা এবং দলে জায়গা পাওয়া প্রশ্নবিদ্ধ। সেখানে শান্ত এই যাত্রায় দল থেকে বাদ পড়া তো দূরের ব্যাপার, টিকে যাচ্ছেন অধিনায়ক হিসেবে। আপাতত পরিবর্তনও আসছে না ক্যাপ্টেন্সিতে। জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

'আমরা শান্তকে ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি। তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসেবে। আমার মনে হয়, সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। কিন্তু এই মুহুর্তে অধিনায়ক পরিবর্তন হবে কি না, ভবিষ্যতেও হবে কি না এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারব না। সবকিছু বোর্ডের সিদ্ধান্তে হয়। শান্তকে আমরা এই বছরের জন্য ম্যান্ডেট দিয়েছি। বাকিটা বোর্ডের ইচ্ছা।'

সদ্য শেষ হওয়া মিশনে চরমভাবে হতাশ করেছেন ব্যাটাররা। তবে দুই এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার সাকিব এবং রিয়াদ হতাশ করেছেন চরম মাত্রায়। শান্তর সিদ্ধান্ত না হয়, এক বছরের মেয়াদ শেষের আগে জানা যাবে না, কিন্তু রিয়াদ-সাকিবদের পরবর্তীতে টি-টোয়েন্টিতে মূল্যয়ন করা হবে তো? তাদের ব্যাপারে কী ভাবছে বিসিবি?

'সাকিব-মাহমুদউল্লাহ কারো নাম নিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে। এখন যারা খেলছে তারা সবাই পারফর্ম করেই এসেছে। যারা টি-টোয়েন্টি দলে গিয়েছে প্রত্যেকেই সামর্থ্য দেখিয়েই টিমে ছিল। দলের মধ্যে পারফর্ম্যান্সকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়।'

জালাল ইউনুসের কথায় এটা পরিস্কার যে আপাতত খুব একটা পরিবর্তন আসছে না টি-টোয়েন্টি দলে। আবার পারফর্ম্যান্সকেই যদি অগ্রাধিকার দেওয়া হয় সেক্ষেত্রে কপাল পুড়বে অনেকেরই। সাহসী পদক্ষেপ নিতে পারবে বিসিবি?

সম্পর্কিত খবর