আক্ষেপ ঘুচিয়েই টি-টোয়েন্টিকে বিদায় বললেন কোহলি

আক্ষেপ ঘুচিয়েই টি-টোয়েন্টিকে বিদায় বললেন কোহলি

গোটা ক্যারিয়ারে তার অর্জনের অভাব নেই। ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। সাদা বলের ক্রিকেটে আক্ষেপ ছিল একটা টি-টোয়েন্টি বিশ্বকাপের। সে আক্ষেপটাও ঘুচে গেল আজ। ‘ঘুচে গেল’ বললে ভুল হবে, তিনিই ‘ঘুচিয়ে’ দিলেন, বনলেন ফাইনালের ম্যাচসেরা। টি-টোয়েন্টি থেকে বিরাট কোহলির আর পাওয়ার কীইবা আছে? নেই। কোহলি তাই ক্রিকেটের এই ফরম্যাটটাকে বিদায়ই বলে দিলেন আজ।

কোহলি আজকের দিনের সেরা পারফর্মার। ২৩ রানে ২ উইকেট নেই হয়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে রেকর্ড গড়া তো দূরে থাক, লড়াকু পুঁজি নিয়েই শঙ্কায় ছিল দলটা। তবে যে দলে কোহলি আছেন, তাদের আর ভয় কিসের? কোহলি শুরুতে নেমে ঝোড়ো একটা শুরু এনে দিয়েছিলেন ভারতকে। তবে উইকেট যখন ওপাশে পড়ছিল, তিনি মনোযোগ দিলেন ইনিংস গড়ায়। কারণ তার জানাই ছিল, উইকেট ধরে রাখলে ওপাশে অক্ষর পাটেল, সূর্যকুমার যাদব, শিবম দুবে, আর হার্দিক পান্ডিয়ারা তা পুষিয়ে দেবেন ঠিকই। তা তারা দিয়েছেনও।

শুরুর ওভারে তিন আর চতুর্থ ওভারে একটা চার মারা আর বাউন্ডারি মারতেই চাইলেন না ফিফটির আগ পর্যন্ত। ৫০ ছুঁতে খেললেন ৪৮ বল। তবে এত বল খেলে ফেললে নিজের ওপরও পুষিয়ে দেওয়ার দায় চলে আসে। কোহলি সে দাবিও মিটিয়েছেন। শেষ ৯ বলে দুটো করে চার আর ছক্কায় নিয়েছেন ২৬ রান। ফেরার আগে নিজের শেষ ইনিংসে তিনি করেছেন ৫৭ বলে ৭৬ রান। ভারত লড়াকু পুঁজি তো বটেই, বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ে তাতে চড়েই। 

এরপর হার্দিক পান্ডিয়া আর যশপ্রীত বুমরাহরা মিলে সে রানটা সামলেছেন ভালোভাবেই। ভারতও বিশ্বকাপ জিতে গেছে আবার। তবে বড় পুঁজি এনে দেওয়ার কারিগর কোহলিই হলেন ম্যাচসেরা।

সেখানেই তিনি জানালেন নিজের অবসরের কথা। বিষয়টা এবারের বিশ্বকাপের আগেই নিশ্চিত ছিল। কোহলি এবার আনুষ্ঠানিক ঘোষণাটা দিলেন আরকি! বললেন, ‘এটা আমার শেষ বিশ্বকাপ ছিল, আমরা এটা অর্জন করতে চেয়েছিলাম। ঈশ্বর অনেক মহান, দলের প্রয়োজনে কাজে লাগতে পেরেছি। এটা আমার শেষ টি-টোয়েন্টি ছিল, নিজের সেরাটা দিতে চেষ্টা করেছি এখানে। শিরোপাটা জিততে চেয়েছিলাম, পরিস্থিতিটাকে সম্মান জানাতে চেয়েছি, এর ওপর কোনো জোর খাটাতে চাইনি।’

নিজের অবসরের বিষয়ে কোহলি আরও বলেন, ‘এটা একটা ওপেন সিক্রেট ছিল। এখন সময় পরবর্তী প্রজন্মের এসে দায়িত্বটা নেওয়ার। কিছু দুর্দান্ত খেলোয়াড় আছে আমাদের, যারা আমাদের দলকে আরও সামনে নিয়ে যাবে, আমাদের পতাকাটাকে সমুন্নত রাখবে।’

কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ১২৫টি ম্যাচ। ৪৮.৬৯ গড়ে করেছেন ৪১৮৮ রান। একটি সেঞ্চুরির সঙ্গে ৩৮টি হাফ সেঞ্চুরি! টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়েছিল হারারেতে, ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। তার ক্যারিয়ারের শেষটাও হলো ওই এক আফ্রিকান দলের বিপক্ষে খেলেই। 

সম্পর্কিত খবর