মেসিহীন আর্জেন্টিনাকে জেতালেন লাওতারো
চোটের কারণে আজ বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। ওদিকে নিষেধাজ্ঞার কারণে আরেক ‘লিওনেল’ও ছিলেন না, কোচ লিওনেল স্কালোনিকেও ডাগআউটে পায়নি আর্জেন্টিনা। তবে লাওতারো মার্তিনেজ তাদের অভাবটা বুঝতে দিলেন না মোটেও। তার জোড়া গোলে পেরুর বিপক্ষে কোপা আমেরিকা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ২-০ গোলে।
মেসির ইন্টার মায়ামির মাঠ হার্ড রক স্টেডিয়ামে আজ মাঠে গড়ায় ম্যাচটা। এই ম্যাচে আকাশী সাদারা একচেটিয়া আধিপত্যই বিস্তার করেছে ২০১৯ সালের রানার্স আপদের ওপর। এতটাই যে ওপাশে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ রীতিমতো অবসর সময়ই কাটিয়েছেন, ৯০ মিনিটে তাকে বল ঠেকাতে হয়েছে মোটে একটা!
ব্যস্ত সময় কাটিয়েছেন আর্জেন্টিনা ফরোয়ার্ডরা। শুরু থেকেই গড়েছে সুযোগের পরে সুযোগ। তবু তাদের গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪৭ মিনিট পর্যন্ত।
দারুণ বিল্ড আপ শেষে আনহেল দি মারিয়ার পাস চলে যায় মার্তিনেজের কাছে। তিনি গোল করে ম্যাচের ৪৭ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর ৮৬ মিনিটে তিনি করেছেন দলের জয় নিশ্চিত করার গোলটাও। ফলে কোপা আমেরিকায় তার গোলসংখ্যা দাঁড়াল ৩ ম্যাচে ৪এ। এ নিয়ে শেষ ছয় ম্যাচে তিনি গোল করলেন ৭টি।
আর্জেন্টিনা দুটো গোল করেছে বটে, কিন্তু করতে পারত আরও দুটো। ৫৫ মিনিটে নিকলাস তালিয়াফিকো বল প্রতিপক্ষের জালে জড়িয়েও গোলের দেখা পাননি। কারণ কর্নার থেকে বলটা জালে জড়ানোর আগে ফাউল হয়েছিল একটা।
৬৯ মিনিটে প্রতিপক্ষ বিপদসীমায় তাদেরই হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে লিয়ান্দ্রো পারেদেস স্পটকিক থেকে গোলরক্ষককে উল্টো দিকে পাঠালেও গোলের দেখা পাননি, বলটা বারপোস্টে লেগে ফিরে আসে।
তাতে অবশ্য আর্জেন্টিনার জয় আটকে থাকেনি। তিন ম্যাচে তিন জয় নিয়ে চলে গেছে কোয়ার্টার ফাইনালে। গ্রুপের আরেক দল কানাডাও আজ শেষ আট নিশ্চিত করে ফেলেছে। দিনের অন্য ম্যাচে তারা গোলশূন্য ড্র করেছে চিলির সঙ্গে।