বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টিকে বিদায় বললেন রোহিতও
বিশ্বকাপের ট্রফি জেতার পর হাতে থাকা একটি স্ট্যান্ডসহ ভারতীয় পতাকা ব্রিজটাউনের মাঠে স্থাপন করে ফিরে গেলেন রোহিত শর্মা। খানিক আগে জেতা বিশ্বকাপ ট্রফি পাশে রেখে সংবাদ সম্মেলনে এলেন এবং বললেন, ‘আমি এইমাত্র আমার শেষ টি- টোয়েন্টি খেলে এসেছি। আর্ন্তজাতিক টি- টোয়েন্টিকে বিদায় বলতে এর চেয়ে ভালো সময় যে আর হয় না। ভারতের জার্সি গায়ে আমি ক্রিকেট শুরু করেছিলাম এই ফরম্যাটেই। আমি বিশ্বকাপ জিতেই বিদায় নিতে চেয়েছিলাম। অনেক মন থেকে চেয়েছিলাম এই ট্রফিটা। যা ভাষায় প্রকাশ করা যায় না। আজ ট্রফি পাশে নিয়ে আমি এখানে বসে আছি। এটা আমার জন্য অনেক আবেগের একটা মুর্হূত। এই ট্রফির জন্য অনেক অনেক বেশি অপেক্ষায় ছিলাম আমি। সেই লক্ষ্যটা পুরো হয়েছে। আমি এখন সন্তুষ্ট।’
ভারত অধিনায়ক রোহিত শর্মার মতো বিরাট কোহলিও বিশ্বকাপ জেতার দিনেই আর্ন্তজাতিক টি- টোয়েন্টিকে বিদায় বলেছেন। এই বিশ্বকাপ যে ভারতের এই দুই লিজেন্ডের শেষ টি- টোয়েন্টি অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে সেটা স্পষ্ট হয়েছিল প্রায়। তবে তারা দুজনেই চেয়েছিলেন বিদায়টা যেন সাফল্যের রঙে রাঙা হোক। হলোও তাই। অধিনায়ক হিসেবে রোহিত শর্মা জিতলেন বিশ্বকাপ ট্রফি। আর সেই ফাইনালে বিরাট কোহলি ৫৭ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা! সাফল্যের চূড়ায় পৌঁছে আর্ন্তজাতিক টি-টোয়েন্টিকে দুজনেই বিদায় বললেন। তবে আর্ন্তজাতিক টি-টোয়েন্টি ছাড়লেও টেস্ট এবং ওয়ানডে ম্যাচ ঠিকই খেলবেন এই দুজন।
রোহিত শর্মার জন্য টি- টোয়েন্টি বিশ্বকাপের এই পথচলা দারুণ গৌরবের। ২০০৭ সালের টি- টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। রোহিত ছিলেন সেই ভারতীয় দলের খেলোয়াড়। মহেন্দ্র সিং ধোনি ছিলেন ওই দলের অধিনায়ক। আর এবার ২০২৪ সালের শেষ টি- টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফরম্যাট থেকে বিদায় নিলেন।
২০২২ সালের টি- টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলি ভারতের হয়ে লম্বা সময় এই ফরম্যাটে খেলেননি। তবে ২০২৪ বিশ্বকাপের অ্যাসাইনমেন্ট পুরো করতে চলতি বছরের জানুয়ারিতে আবার এই ফরম্যাটে খেলা শুরু করেন।
বিশ্বকাপ জিতেই বিদায় নেওয়ার মিশন ঠিক করেছিলেন রোহিত ও কোহলি। সেই অ্যাসাইনমেন্ট পুরো করার পর গুডবাই বলতেও বেশি সময় নিলেন না। ১৫৯ টি- টোয়েন্টিতে রোহিত শর্মার রান ৪২৩১। এই ফরম্যাটে সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। দুবার এই ট্রফি জয়ের একমাত্র ভারতীয় ক্রিকেটার এখন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ রান সংগ্রহ তার। স্ট্রাইক রেট ১৫৬.৭০।