বজ্রবৃষ্টিতে বন্ধ ফুটবল ম্যাচ, ডেনমার্ককে হারিয়ে শেষ আটে জার্মানি
সবশেষ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টি ভালোই ভুগিয়েছে দলগুলোকে। একাধিক দলের খেলা বাতিল হয়েছে, পাকিস্তান তো বৃষ্টির কবলে পড়ে বিদায়ই নিয়েছে। ক্রিকেট মাঠে বৃষ্টিতে খেলা বন্ধ থাকা নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে ফুটবলে বিষয়টা এমন নয়, মুষলধারে বৃষ্টি পড়লেও খেলা চলে তার গতিতেই।
কিন্তু এবারের ইউরোয় দেখা মিলল অদ্ভুত এক দৃশ্যের। বৃষ্টির কারণে গত রাতে ২৫ মিনিট বন্ধ ছিল জার্মানি আর ডেনমার্কের শেষ ষোলোর ম্যাচ। কারণটা অবশ্য শুধু বৃষ্টি নয়। সঙ্গে বজ্রপাতও হয়েছে বেশ, আবার শিলাও পড়েছে অনেকক্ষণ। সব মিলিয়ে খেলাটা বন্ধ না করে উপায় ছিল না রেফারিদের কাছে।
সেই ম্যাচে খেলাটা যখন আবারও মাঠে গড়াল, জার্মানিই হাসল শেষ হাসিটা। ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে জার্মানরা।
জার্মানি গত রাতের এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ডেনিসদের ওপর। প্রথম ২০ মিনিটে আক্রমণের পর আক্রমণ করে গেছে দলটা। ডেনমার্ক গোলরক্ষক ক্যাসপার শ্মেইকেল নিদেনপক্ষে চার বার নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে রক্ষা করেন।
৩৪তম মিনিটে এসে রীতিমতো বজ্রবৃষ্টি শুরু হয়। সে কারণে ইংলিশ রেফারি মাইকেল অলিভার খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। প্রথমে খেলোয়াড়রা টানেলে অপেক্ষা করছিলেন। কিন্তু বৃষ্টি এবং বজ্রপাত না কমায়, সাজঘরে ফিরে যান দুই দলের প্লেয়াররা।
এই অপেক্ষাটা চলে প্রায় ২৫ মিনিট পর্যন্ত। এরপর আবারও মাঠে নামে দুই দল। বিরতির আগে বাকিটা সময় কোনো গোলের দেখা পায়নি দুই দল। বিরতির পর ডেনিসরা এগিয়েই যাচ্ছিল, কিন্তু জোয়াকিম অ্যান্ডারসেনের গোলটা বাতিল হয় অফসাইডের কাটায়।
তিন মিনিট পর সেই জোয়াকিম অ্যান্ডারসেনই করে বসলেন ভুল, নিজেদের বক্সে তার হাতে বল লাগায় পেনাল্টি যায় জার্মানির পক্ষে। পেনাল্টি থেকে কাই হ্যাভার্টজ গোল করেন। এরপরই জার্মানি আধিপত্যটা ফিরে পায় আবার।
১৫ মিনিট পর ব্যবধান বাড়ায় জার্মানি। ৬৮ মিনিটে দ্বিতীয় গোলটা করেন জামাল মুসিয়ালা। প্রতি আক্রমণে উঠে এসে অনেকটা একক নৈপুণ্যে গোলটা করেন তিনি। সেই গোলই ম্যাচের নিয়তি ঠিক করে দেয়। ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায় জার্মানরা।