বিশ্বকাপের সেরা একাদশে রিশাদ

বিশ্বকাপের সেরা একাদশে রিশাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, যে কোনো আইসিসি টুর্নামেন্টে এবারই প্রথম বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন রিশাদ হোসেন। বাংলাদেশ দলের বিশ্বকাপটা তেমন ভালো কাটলেও ব্যক্তিগতভাবে দারুণ একটা টুর্নামেন্ট কাটিয়েছেন রিশাদ। তার স্বীকৃতিটাও পেলেন এই লেগ স্পিনার। ঢুকে গেছেন আইসিসির সেরা ফ্যান্টাসি একাদশে।

এবারের বিশ্বকাপটা ১৪ উইকেট নিয়ে শেষ করেছেন রিশাদ। প্রথম ম্যাচেই হয়েছিলেন ম্যাচসেরা। ৭.৭৬ ইকনমি রেটে বল করেছেন তিনি। সব মিলিয়ে এমন বোলিং তাকে ফ্যান্টাসি ক্রিকেটের সেরা একাদশে নিয়ে এসেছে। ৪৭৮ পয়েন্ট নিয়ে তিনি ঢুকে গেছেন সেরা একাদশে।

এই তালিকায় শীর্ষে আছেন অবশ্য আফগান অধিনায়ক রশিদ খান। দলকে সেমিফাইনালে নিয়ে গেছেন তিনি। পেয়েছেন ৫৭৮ পয়েন্ট। এখানেই শেষ নয়। এই একাদশের অধিনায়কও বানিয়ে দেওয়া হয়েছে রশিদকেই। 

তার ঠিক পেছনে আছেন হার্দিক পান্ডিয়া। তার পয়েন্ট ছিল ৫৪৮। এদিকে তার সতীর্থ ফজলহক ফারুকী ৫৪৬ পয়েন্ট নিয়ে আছেন এই তালিকার তিনে। সেমিফাইনালে খেলা আফগানিস্তানের খেলোয়াড় আরও একজন আছেন এই একাদশে। রহমানউল্লাহ গুরবাজকে এখানে রাখা হয়েছে উইকেটরক্ষক ওপেনার হিসেবে। 

আইসিসির টুর্নামেন্ট-সেরা ফ্যান্টাসি একাদশ–
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, ত্রিস্তান স্টাবস, হার্দিক পান্ডিয়া, মার্কাস স্টয়নিস, রশিদ খান (অধিনায়ক), ফজলহক ফারুকী, যশপ্রীত বুমরাহ, আরশদীপ সিং, রিশাদ হোসেন। 

সম্পর্কিত খবর