বিদায়ের আগে রেকর্ড বইয়ে তোলপাড় কোহলি রোহিতের

বিদায়ের আগে রেকর্ড বইয়ে তোলপাড় কোহলি রোহিতের

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আর কখনোই দেখা যাবে না দুজনকে। তবে যাওয়ার দিনে দুজনে রেকর্ড বইয়ে নিজেদের নাম লিখলেন নতুন করে। ভাঙ্গলেন একগাদা রেকর্ড। 

শুধু কি কোহলি-রোহিত? ভারতও তো ভেঙে দিয়েছে অনেকগুলো রেকর্ড। সেসব রেকর্ড কী? চলুন দেখে নেওয়া যাক–

১৬ নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে সেরা খেলোয়াড় বনে গেলেন কোহলি। ক্যারিয়ারে এ নিয়ে ১৬তম বারের মতো এ পুরস্কারটা জিতলেন। একান্তই নিজের করে নিলেন রেকর্ডটা। আজকের ম্যাচের আগ পর্যন্ত সূর্যকুমার যাদবের সঙ্গে (১৫ বার) সর্বোচ্চ ম্যাচসেরা হওয়ার রেকর্ডটা ভাগাভাগি করছিলেন তিনি।

৫০ অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচে জিতেছেন রোহিত। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার জয়ের সংখ্যা দাঁড়াল ৫০ এ। এমন কীর্তি নেই আর একটিও। পাকিস্তান অধিনায়ক বাবর আজম অবশ্য কাছাকাছিই আছেন। ৪৮ ম্যাচ জিতে তিনি আছেন তালিকার দুইয়ে। 

এই বিশ্বকাপে ভারতের হারসংখ্যা। কোনো ম্যাচ না হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার নজির এবারই প্রথম দেখল ক্রিকেট বিশ্ব। 

একাধিক বিশ্বকাপ জিতেছে, এমন দলের সংখ্যা। ২০১২ আর ২০১৬ সালের বিশ্বকাপ জিতে এই কীর্তি প্রথম গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০১০ আর ২০২২ বিশ্বকাপ জিতে তাতে ভাগ বসায় ইংল্যান্ড। গত রাতে এই তালিকায় যোগ হলো ভারতের নাম। ২০০৭ সালের ১৭ বছর পর বিশ্বকাপ জিতল দলটা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল ভারত। এবারের বিশ্বকাপে ৮ ম্যাচ খেলেছেন রোহিত শর্মারা। বৃষ্টিতে ভেসে যাওয়া কানাডা ম্যাচটা বাদ দিলে প্রতিটি ম্যাচেই জিতেছে ভারত। এবার রেকর্ডও গড়া হয়ে গেল তাদের।

সম্পর্কিত খবর