ধোনিকে ছাড়াই প্রথম বিশ্বকাপ জিতল ভারত, যা বললেন ধোনি-শচীন

ধোনিকে ছাড়াই প্রথম বিশ্বকাপ জিতল ভারত, যা বললেন ধোনি-শচীন

একুশ শতকে ক্রিকেটে ভারতের যত অর্জন তার সবটা জুড়েই এতদিন ছিলো মহেন্দ্র সিং ধোনির নাম। তার নেতৃতেই ২০০৭ সালে টি-টোয়েন্টি, ২০১১ সালে ওয়ানডে ও ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত। এরপর দিনে দিনে ভারতের শিরোপা খরার বছর কেবলই বেড়েছে। অবশেষে রোহিত সেই আক্ষেপ ঘোচালেন। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর ভারতকে জেতালেন টি-টোয়েন্টি বিশ্বকাপ, সব মিলিয়ে যা ১১ বছর পর। সব মিলিয়ে ভারতের জন্য যা চতুর্থ বিশ্বকাপ, টি-টোয়েন্টিতে যা দ্বিতীয়।

এমন জয়ে আনন্দে ভাসছে গোটা ভারত। দেশটির রাজনীতিবিদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আর নিজেদের উত্তরসূরীদের এমন অর্জনে মুগ্ধ দেশটির সাবেক ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা পোস্ট দিয়ে জানিয়েছেন তারা। ভারতের জয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন ধোনি, ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্ণণ।

ইনস্টাগ্রামে ভারতের জয় নিয়ে ধোনি লেখেন, ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২৪। আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। শান্ত থেকে, নিজেদের প্রতি বিশ্বাস রেখে দারুণ কাজ করেছো তোমরা। দেশ এবং বিদেশে থাকা সকল ভারতীয়ই আজ বিশ্বকাপ জেতার জন্য তোমাদের ধন্যবাদ জানাতে চায়। অনেক শুভেচ্ছা। জন্মদিনের আগেই এমন মূল্যবান একটা উপহারের জন্য আরও ধন্যবাদ।’

ভারতের জয় নিয়ে শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘ভারতীয় দলের জার্সিতে যতগুলো তারা যুক্ত হয়, আমাদের ছোট ছেলেমেয়েরা ততই স্বপ্নের দিকে এগিয়ে যায়। ভারত জার্সিতে চতুর্থ তারা যুক্ত করল। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বার। ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় ক্রিকেটের একটা বৃত্ত পূর্ণ হল। ২০০৭ সালের (ওয়ানডে) বিশ্বকাপে সে দেশের মাটিতে আমাদের পতন থেকে ২০২৪ সালে ক্রিকেটবিশ্বের মহাশক্তি হয়ে ওঠা। আমার বন্ধু রাহুল দ্রাবিড়ের জন্য খুব খুশি। সে ২০১১-র বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ওর অবদান অনেক।’

রোহিত শর্মার দলকে শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তিনি লিখেছেন, ‘টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হওয়ার জন্য ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা। গোটা প্রতিযোগিতায় অপরাজিত থেকে নিজেদের সফলতম দল হিসাবে প্রমাণ করেছো তোমরা। পাঁচ ওভার বাকি থাকতে ওই পরিস্থিতি থেকেও জিতেছ। নিজেদের সর্বস্ব দেওয়ার জন্য প্রত্যেক ক্রিকেটারকে শুভেচ্ছা।’

সম্পর্কিত খবর