রোহিত-কোহলিদের প্রশংসায় ভাসালেন শচীন
রোহিত-কোহলিদের হাত ধরে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। এর আগে ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির পর আইসিসির পাঁচ ইভেন্টে ফাইনালে উঠে প্রত্যেকটিতে হেরে যায় তারা। তবে ষষ্ঠবারের প্রচেষ্টায় আর হতাশ করল না রোহিত শর্মার দল। ফাইনালে প্রোটিয়াদের ৭ রানে থামিয়ে উঁচিয়ে ধরল শিরোপা।
এদিকে শিরোপা জেতার পর একইসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়ে দেন রোহিত ও কোহলি। এমন উপলক্ষ্যে বিদায়টা যেন দারুণ এক মুহূর্তের। বিশ্বজুড়েই তারা পাচ্ছেন এখন বিদায়ী অভ্যর্থনা ভারতীয় ক্রিকেট ছাপিয়ে পুরো বিশ্বজুড়েই ক্রিকেটের রথীমহারথীরা রোহিত-কোহলির বিদায়ে স্যোশাল মিডিয়ায় নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন এবার সেই আবেগ এবং আনন্দে সামিল হলেন শচীন টেন্ডুলকার। যার খেলা দেখেই এই দুইজনের ক্রিকেট খেলার শুরু। তার কাছ থেকে এমন প্রশংসা যেন দারুণ কিছু।
নিজের সবগুলো স্যোশাল মিডিয়ায় অ্যাকাউন্টে দুই সাবেক টিমমেটকে নিয়ে এক সাথে পোস্ট দেন শচীন। বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে এবং ভারতের পতাকা জড়ানো গায়ে দুজনের তোলা সেই ছবি আপলোড দিয়ে দুজনের জন্যই আলাদা আলাদা দুই বর্নণা বর্ণনা।
প্রথমে রোহিত শর্মাকে নিয়ে শচীন বলেন, ‘রোহিত শর্মা, একজন প্রমিজিং ক্রিকেটার থেকে বিশ্বকাপজয়ী অধিনায়ক, তোমার বিবর্তন আমি খুব কাছ থেকে দেখেছি। তোমার অটল প্রতিশ্রুতি এবং ব্যতিক্রমী প্রতিভা জাতির জন্য প্রচুর গর্ব বয়ে এনেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতা, তোমার তারকাখ্যাতি সম্পন্ন ক্যারিয়ারের নিখুঁত পরিণতি। সাবাশ, রোহিত!’
এদিকে বিরাটের সঙ্গে নিজের অবস্থান অনেকটাই মেলালেন শচীন। দুজনেই খেলেছেন ছয়টি বিশ্বকাপ এবং শিরোপার দেখে পেয়েছেন শেষবারে এসে। এতেই বিরাটের এমন অভিজ্ঞতার সঙ্গে যেন আগে থেকেই পরিচিত শচীন। ‘বিরাট কোহলি, তুমি এই খেলার সত্যিকারের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের শুরুর দিকে তোমার খারাপ সময় গেলেও, কিন্তু গত রাতে তুমি প্রমাণ করেছ কেন তুমি ভদ্রলোকের খেলার সত্যিই অন্যতম সেরা। ছয়টি বিশ্বকাপে লড়াই করা এবং শেষটায় জয় পাওয়া, এমন অভিজ্ঞতার সাক্ষী আমি নিজেই। আমি আশা করি তুমি অন্য দুই ফরম্যাটে ভারতের হয়ে জয়ের ধারা বজায় রাখবে।’