বিশ্বকাপ জয়ের পর অবসরের হিড়িক ভারতে, এবার জাদেজা

বিশ্বকাপ জয়ের পর অবসরের হিড়িক ভারতে, এবার জাদেজা

একটা শিরোপা জয়ের জন্য কতটা ক্ষুধার্ত ছিল ভারত। তা সবশেষ ম্যাচে টের পেয়েছে দক্ষিণ আফ্রিকা। নাটকীয়ভাবে ম্যাচটা নিজেদের করে নিয়েছেন ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১১ বছর পর জিতেছে কোনো আইসিসি শিরোপা। এমন জয়ের পর নিজেদের দায়িত্ব শেষ হয়েছে বলে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

টি-টোয়েন্টি ক্রিকেটকে নতুনদের সুযোগ করে দিতে এই ফরম্যাটকে বিদায় জানিয়ে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ এই দুই রান সংগ্রাহক। এবার তাদের দেখানো পথেই হাঁটলেন রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি ক্রিকেটকে জানিয়ে দিলেন বিদায়। তবে তিনিও রোহিত-কোহলির মতো থাকছেন বাকি দুই ফরম্যাটে।

নিজের অবসর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জাদেজা লিখেছেন, ‘কৃতজ্ঞ হৃদয়ে, আমি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাই। গর্বের সঙ্গে ঘোড়ার মতো ক্ষীপ্রতা নিয়ে ছুটে চলা, আমি সর্বদা আমার দেশের জন্য আমার সেরাটা দিয়েছি এবং অন্যান্য ফরম্যাটে তা চালিয়ে যাব।

জাদেজা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় নিয়ে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা একটি স্বপ্ন ছিল। যা এখন সত্যি। এটা আমার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম অর্জন। অনেক স্মৃতি, উল্লাস এবং আমাকে সমর্থন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’

৩৫ বছর বয়সী অলরাউন্ডার জাদেজার বিশ্বকাপটা অবশ্য ভালো কাটেনি। সবশেষ চার ম্যাচে বল হাতে কোনো উইকেট পাননি তিনি। ব্যাট হাতেও সময়টা ভালো যাচ্ছিল না তার। তবে দীর্ঘ টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২০০৯ সালে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ভারতের হয়ে জাদেজা খেলেছেন ৭৪টি ম্যাচ। যেখানে ৫১৫ রানের সঙ্গে তার উইকেট ৫৪টি।

সম্পর্কিত খবর