অ্যান্ডারসনের বিদায়ী টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের
ইংল্যান্ডের রেকর্ড ৭০০ টেস্ট উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন তার বিদায়ের সময়টা জানিয়ে দিয়েছিলেন আগেই। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। যেই টেস্ট মাঠে গড়াবে আগামী ১০ জুলাই। যা সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে প্রথম দুই টেস্টের জন্য।
দল ঘোষণায় বেশ চমকই দিয়েছে ইংল্যান্ড। সবশেষ টেস্ট ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জনি বেয়ারস্টো ও বেন ফোকস। তাদের জায়গায় প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার ডিলন পেনিংটন ও উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ। পেনিংটন নটিংহামশায়ার ও স্মিথ সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করে দলে জায়গা করে নিয়েছেনে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের প্রথম ম্যাচটি হবে ১০ জুলাই লর্ডসে। যেখানে বিদায় বলবেন অ্যান্ডারসন। এরপর আগামী ১৮ জুলাই নটিংহাম ও ২৬ জুলাই বারমিংহামে শেষ টেস্ট খেলবে ইংল্যান্ড।
ইংল্যান্ড স্কোয়াড (২ ম্যাচ):
বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, ডিলন পেনিংটন, অলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, ক্রিস ওকস।