ভারতের নতুন অধিনায়ক কে, জানালেন শেবাগ

ভারতের নতুন অধিনায়ক কে, জানালেন শেবাগ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত। আর সেই বিশ্বকাপ জিতে দীর্ঘ টি-টোয়েন্টি ক্যারিয়ারের অবসর জানিয়ে দিয়েছেন দলের তিন ক্রিকেটার। তারা হলেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। স্বাভাবিকভাবেই এই তিন জনের জায়গায় তৈরি হয়েছে শূন্যতা। তবে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অধিনায়ক রোহিতের অবসরের সিদ্ধান্ত। কেননা, তার জায়গায় শুধু ওপেনার নয় নতুন অধিনায়ক নিয়েও ভাবতে হচ্ছে ভারতকে। সেই অধিনায়ক হতে পারেন কে- তা নিয়েই এখন হচ্ছে আলোচনা।

ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে আছে বেশ কিছু নাম। দলের সহ অধিনায়ক হিসেবে থাকা হার্দিক পান্ডিয়া ছাড়াও ভারতে টি-টোয়েন্টিতে এরইমধ্যে নেতৃত্ব দিয়েছেন এমন ক্রিকেটারের সংখ্যাটাও কম নয়। সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, জাসপ্রিত বুমরাহ ও লোকেশ রাহুলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। আর নতুন করে জিম্বাবুয়ে সিরিজের জন্য ভারতের অধিনায়ক করা হয়েছে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়া শুভমান গিলকে।

দলে একাধিক নেতৃত্ব দিতে পারে এমন ক্রিকেটার থাকায় ভারতের কাজটি তাই কিছুটা কঠিনই হয়ে গিয়েছে। অনেকগুলো অপশন থেকে তাদের বেছে নিতে হবে একজনকে। যে লম্বা সময় টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দেবে। বিশ্বমঞ্চে সাফল্য এনে দেবে। কেননা, বিশ্বকাপ জিততে অধিনায়কের ভূমিকা কতটা তাতো কম বেশি সবারই জানা। বিসিসিআইয়ের সেই কাজটি এবার খানিকটা সহজই করে দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগ। অধিনায়ক হিসেবে তার ভোট শুভমান গিলের ব্যালটে।

ক্রিকবাজের এক আলাপচারিতায় ভারতের নতুন অধিনায়ক হিসেবে গিলকে বেছে নিয়েছেন শেবাগ। এক্ষেত্রে তার যুক্তি, ‘শুভমান গিল লম্বা রেসের ঘোড়া। তিনি এমন একজন ক্রিকেটার যে তিন ফরম্যাটেই খেলছেন। আর গত তিন বছর দুর্দান্ত পারফর্মও করছেন। ২০২৪ বিশ্বকাপে তার জায়গা না হওয়াটা দুর্ভাগ্যজনক। আমার মতে তাকে তৈরি করা হবে সঠিক সিদ্ধান্ত। রোহিত যখন চলে যাবেন, তখন অধিনায়কত্বের ক্ষেত্রে তাকে প্রতিস্থাপন করার জন্য সঠিক ব্যক্তিটি হবেন শুভমান গিল।’

সম্পর্কিত খবর