শেষ আটে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর 

শেষ আটে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর 

চিলির বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে গত ২৬ জুন গ্রুপপর্বে টানা দুই ম্যাচ জিতে সবার আগে কোপার এবারের আসরে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা। গ্রুপপর্বের শেষ ম্যাচেও তারা পেরুর বিপক্ষে পেয়েছে দাপুটে জয়। এবার আজ (সোমবার) সকালে ‘বি’-গ্রুপের শেষ দুই ম্যাচের পর কোয়ার্টার- ফাইনালের প্রতিপক্ষও পেয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। মেক্সিকোকে আশাহত করে গোলশূন্য ব্যবধানের ড্রয়ে গ্রুপ ‘বি’-এর রানার্স আপ হয়ে শেষ আটে পৌঁছায় ইকুয়েডর। নক-আউটে তারা এবার লড়বে গ্রপ ‘এ’-এর চ্যাম্পিয়ন আলবিসেলেস্তের বিপক্ষে। 

কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি হবে ৫ জুলাই। টেক্সাসের হিউস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। 

এদিকে শেষ আট নিশ্চিতের পাঁচদিন বাদেই কোয়ার্টার ফাইনালে মেসিরা নিজেদের প্রতিপক্ষ খুঁজে পেলেও চিরপ্রতিদ্বন্বী ব্রাজিলের এখনো নিশ্চিতই হয়নি শেষ আটের জায়গা। বুধবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে নামবে সেলেসাওরা। এর আগের দুই ম্যাচে ভিনিসিউস-রদ্রিগোদের পয়েন্ট ৪।

'ডি' গ্রুপে কোস্টা রিকার বিপক্ষে হোঁচট দিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনটা শুরু করেছিল দরিভাল জুনিয়রের দল। পরে দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে দাপুটে জয়ে ছন্দে ফেরে সেলেসাওরা। তবে গ্রুপপর্বের বাঁধা অতিক্রম করতে তাদের এবার কঠিন পরীক্ষার সামনেই পড়তে হবে। কেননা কলম্বিয়া টানা ২৫ ম্যাচ ধরে আছে অপরাজিত এবং শেষ আটে জায়গা করতে এই ম্যাচে হোঁচট এড়াতেই হবে ব্রাজিলকে। 

এদিকে আজ সকালের আরেক ম্যাচে জ্যামাইকাকে ৩-০ ব্যবধানে উড়িয়েছে ভেনেজুয়েলা। শেষ আটে তারা লড়বে কানাডার বিপক্ষে।

সম্পর্কিত খবর