শেষ আটে স্বাগতিক জার্মানির বিপক্ষে লড়বে ‘দুর্দান্ত’ স্পেন 

শেষ আটে স্বাগতিক জার্মানির বিপক্ষে লড়বে ‘দুর্দান্ত’ স্পেন 

ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরে এখন পর্যন্ত যেই দল ধরে রেখেছে একচেটিয়া দাপট, সেটি হলো স্পেন। গ্রুপপর্বে তারা ছিল আসরের সবচেয়ে কঠিন গ্রুপে, তবে ইতালি-ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দল রুখতে পারেনি স্প্যানিশদের। গ্রুপপর্বে একমাত্র দল হিসেবে তিন ম্যাচের তিনটিতেই জিতে শেষ ষোলোতে পাড়ি জমায় লুইস দে লা ফুয়েন্তের দলটি। নক-আউটের প্রথম পর্বেও সেই দাপট ধরে রাখল স্পেন। গত রাতে শেষ ষোলোর ম্যাচে জর্জিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে স্প্যানিশরা। 

আরও এক দুর্দান্ত ফুটবল প্রদর্শনীর ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনালে এবার কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে স্পেন। কেননা সেখানে প্রতিপক্ষে হিসেবে পেয়েছে আসরের আরেক শক্তিশালী ও স্বাগতিক দল জার্মানিকে। স্টুটগার্টে আগামী ৫ জুলাই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসের যৌথভাবে সর্বোচ্চ তিনটি শিরোপার মালিক এই দল দুটি। এতে এককভাবে সর্বোচ্চ চারটি শিরোপার দিকে এখান থেকে এগিয়ে যাবে কোনো এক দল। 

কোলনে গত রাতের ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে গিয়েছিল প্রথমবারের মতো ইউরোর শেষ ষোলোতে খেলতে নামা জর্জিয়া, এটি টুর্নামেন্টেো তাদের প্রথমবারের মতো অংশগ্রহণ। শুরুতে জর্জিয়াকে এগিয়ে দেওয়া সেই গোলে অবশ্য সরাসরি অবদান স্পেনেরই। জর্জিয়া মিডফিল্ডার কাকাবাদজের এক ক্রস ক্লিয়ার করতে যেয়ে নিজেদের জালের বল জড়িয়ে বসে স্প্যানিশ ডিফেন্ডার রবিন লে নরম্যান্ড।

শুরুর ধাক্কাও অবশ্য মোটেও বিচলিত হয়নি স্প্যানিশরা। বরং ঘুরে দাঁড়িয়েছে আরও শক্তভাবে। ম্যাচের ৩৯তম মিনিটে দারুণ এক শটে দলকে সমতায় ফেরান রদ্রি এবং সেই ১-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা। পরে দ্বিতীয়ার্ধে রীতিমত গোল উৎসব চালায় স্প্যানিশরা। একে একে গোল করেন ফাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস ও দানি অলমো এবং শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের জয় নিয়ে ছাড়ে মাঠ। 

সম্পর্কিত খবর