কোহলিদের নতুন কোচ কার্তিক

কোহলিদের নতুন কোচ কার্তিক

সবশেষ আইপিএলটা দুর্দান্ত কাটিয়ে ছিলেন দীনেশ কার্তিক। ১৫ ম্যাচে ৩৬ গড় ও ১৮৭ স্ট্রাইকরেটে করেছেন ৩২৬ রান। স্বপ্ন দেখছিলেন ভারতের হয়ে বিশ্বকাপ খেলারও। তবে শেষ পর্যন্ত তার সেই স্বপ্ন সত্যি হয়নি। দলে থাকলে ভারতের হয়ে বিশ্বকাপজয়ী দলের অংশ হতে পারতেন তিনিও। তবে সেটা না হলেও এবার বিরাট কোহলিদের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

৩৯ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারকে নিজেদের ব্যাটিং কোচ ও পরামর্শক হিসেবে নির্বাচন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সবশেষ কয়েক আসর ধরেই বেঙ্গালুরু খেলছিলেন তিনি। সদ্য শেষ হওয়া আইপিএলে এই ফ্র্যাঞ্চাইজির হয়েও দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন কার্তিক। এবার তাকে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে আরসিবি।

কার্তিককে ব্যাটিং ও পরামর্শক হিসেবে নিয়োগ দিয়ে আরসিবি লিখেছে, ‘আমাদের উইকেটরক্ষক দীনেশ কার্তিককে নতুন করে স্বাগত জানাচ্ছি। আরসিবিতে নতুন অবতারে ফিরে আসছেন তিনি। আরসিবির পুরুষ দলের ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে কাজ করবেন কার্তিক। ডিকে’কে ক্রিকেট থেকে দূরে রাখা গেলেও ওর থেকে ক্রিকেটকে দূরে রাখা সম্ভব নয়। আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা থাকল।’

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে মোট ২৫৭টি ম্যাচ খেলেছেন কার্তিক। যেখানে ২৬.৩২ গড়ে তার রান ৪৮৪২। বেঙ্গালুরু, কলকাতা ছাড়াও কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন কার্তিক। ভারতের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি একদিনের ম্যাচ এবং ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ৩৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবার টুর্নামেন্টের প্রথম শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছে বেঙ্গালুরু।

সম্পর্কিত খবর