চ্যাম্পিয়ন রোহিতদের ১২৫ কোটি রুপি পুরষ্কার বিসিসিআইয়ের

চ্যাম্পিয়ন রোহিতদের ১২৫ কোটি রুপি পুরষ্কার বিসিসিআইয়ের

টাকা পয়সা-অর্থ কড়িতে বিসিসিআইকে টেক্কা দিবে এমন ক্রিকেট বোর্ডের উত্থান এখনও হয়নি। আইসিসির লাভ কিংবা লভ্যাংশে শেয়ারের পরিমাণ দেখলেই বুঝা যায় অন্য বোর্ডগুলো থেকে কতখানি এগিয়ে বিসিসিআই। শুধু অন্যান্য বোর্ডই নয়। স্বয়ং আইসিসি পিছিয়ে ইন্ডিয়ানদের তুলনায়। বিশ্বকাপ শেষে যে সেটা আরও একবার নজির স্থাপন করলো।

বিশ্বকাপ জয়ের পর বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এক টুইটে চোখ কপালে তোলার মতো একটা ঘোষণা দেন। ‘আমি আনন্দচিত্তে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি রুপি প্রাইজমানি ঘোষণা করছি। দলটি টুর্নামেন্টজুড়ে অসাধারণ প্রতিভা, প্রত্যয় ও খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়েছে। এই অনন্যসাধারণ অর্জনের জন্য সব খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানাই।’

বিশ্বকাপের জন্য আইসিসির প্রাইজমানি ছিলো ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ৭ লাখ টাকা। অন্যদিকে বিশ্বকাপ জয়ের পর রোহিত কোহলিদের জন্য বিসিসিআই পুরস্কার ঘোষণা করেছে  ১২৫ কোটি রূপি। টাকার অংকে যেটা ১৭৬  কোটি ৬৭ লাখ টাকা। যেটা কিনা বিশ্বকাপের প্রাইজমানির চেয়েও সাড়ে ৪৪ লাখ টাকা বেশি। যেটা আইসিসির ঘোষিত প্রাইজমানির প্রায় ৩৪ শতাংশ বেশি।

বিশ্বকাপ জেতা ভারতকে সাড়ে ২৪ লাখ মার্কিন ডলার দিয়েছে আইসিসি। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ কোটি ২৩ লাখ রুপি। টাকায় যেটা ২৮ কোটি ১২ লাখ টাকা। রানার্সআপ সাউথ আফ্রিকা পেয়েছে প্রায় ১৫ কোটি টাকা। চ্যাম্পিয়ন হিসেবে ভারত আইসিসি থেকে যে টাকা পেয়েছে, বিসিসিআই দিয়েছে সেটার ৬.২৮ গুন।

সম্পর্কিত খবর