হার্দিকের অধিনায়ক হওয়া প্রসঙ্গে ইঙ্গিত দিলেন জয় শাহ
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা তুলে ধরেছে ভারত। অধরা এই ট্রফি জয়ের পর এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। তবে তিনি এই দায়িত্ব থেকে সরে যাওয়ার পর নতুন কাকে অধিনায়কের গুরুত্বপূর্ণ পদটি দেওয়া হবে তা নিয়ে চলছে নানা আলোচনা, শোনা যাচ্ছে নানা গুঞ্জনও। এবার এ বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।
আইপিএলে রোহিতকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক বানানো হয় হার্দিক পান্ডিয়াকে। তখন তীব্র নিন্দার মুখে পড়েছিলেন ভারতের এই অলরাউন্ডার, এমনকি তার অধীনে ভালো পারফরম্যান্সও করে দেখাতে পারেননি তার দল। তবে এবার রোহিত চলে যাওয়ার পর হার্দিকের অধিনায়ক হওয়া বিষয়েই বেশি গুঞ্জন শোনা যাচ্ছে।
জয় শাহ বলেছেন, ‘অধিনায়ক কে হবেন, সেটা ঠিক করবেন নির্বাচকরা। তাদের সঙ্গে কথা বলেই সেটা ঘোষণা করা হবে। আর যদি হার্দিকের কথাই বলা হয়, তাহলে ওর ফর্ম নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু নির্বাচকরা ওর ওপর ভরসা দেখিয়েছেন। হার্দিক নিজেও সেটা প্রমাণ করেছে।’
এছাড়া কোচ রাহুল দ্রাবিড়ের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোচ হিসেবে কাকে আনা হবে এ বিষয়েও মুখ খুলেছেন জয় শাহ, ‘খুব দ্রুত কোচ আর সিলেক্টর নির্বাচন করা হবে। ক্রিকেট উপদেষ্টা কমিটি দুটি নামকে বেছে নিয়েছে। তবে মুম্বাই পৌঁছানোর পরেই আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নেব। জিম্বাবুয়ে সফরে দায়িত্বে থাকবেন ভিভিএস লক্ষণ। কিন্তু শ্রীলঙ্কা সফরের আগেই নতুন কোচ দলে যোগ দেবেন।’