কোয়ার্টারের উদ্দেশ্যে লড়তে নামছে ফ্রান্স-বেলজিয়াম

কোয়ার্টারের উদ্দেশ্যে লড়তে নামছে ফ্রান্স-বেলজিয়াম

দুই দলের শেষ দেখা হয়েছিল ২০২১ সালে, নেশন্স লিগের ম্যাচে। যেখানে ৩-২ গোলের জয় তুলে নিয়েছিল তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আজ সে প্রতিশোধ নিয়ে চলতি ইউরো আসরের কোয়ার্টার ফাইনালের টিকেট কাটতেই চাইবে বেলজিয়াম। বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে দু'দল।

গ্রুপপর্বে দুই দলই যার যার গ্রুপ থেকে দ্বিতীয় স্থান দখল করে শেষ ষোলো নিশ্চিত করেছে। খেলোয়াড়দের সাম্প্রতিক ফর্ম ও পারফরম্যান্সও বেশ ভালোই। আশানুরূপ ফলাফল ছিনিয়ে আনবে দল এমনটাই প্রত্যাশা করছেন দুই দলের কোচেরা।

সম্পর্কিত খবর