যুক্তরাষ্ট্রকে দর্শক বানিয়ে শেষ আটে উরুগুয়ে
অশনিসংকেতটা যুক্তরাষ্ট্র পেয়ে গিয়েছিল আগের ম্যাচেই। পানামার কাছে হেরে খাদের কিনারে চলে গিয়েছিল স্বাগতিকরা। শেষ আটে যেতে হলে আজ উরুগুয়ের বিপক্ষে জিততেই হতো তাদের।
তবে সেই ম্যাচে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে ক্রিশ্চিয়ান পুলিসিকদের। ১-০ গোলের জয় নিয়ে শেষ আটের টিকিট কেটে ফেলেছে উরুগুয়ে।
দিনের অন্য ম্যাচে পানামা ৩-১ গোলে হারিয়েছে বলিভিয়াকে। আর তাতে শেষ আটে চলে গেছে তারাও।
ম্যাচটা যুক্তরাষ্ট্রের জন্য ছিল বাঁচা মরার লড়াই। সেই ম্যাচে দলটা মোটেও সম্ভাবনা জাগাতে পারেনি। শুরু থেকে উরুগুয়ের চেয়ে পিছিয়ে ছিল সব দিক থেকেই।
উরুগুয়ে দ্বিতীয়ার্ধে পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখাটা। ডিফেন্ডার মাতিয়াস অলিভিয়েরার একমাত্র গোলই ব্যবধান গড়ে দেয়।
তবে এই গোল নিয়ে বিতর্ক আছে। মনে হচ্ছিল বল বাড়ানোর সময় অলিভিয়েরা ছিলেন অফসাইডে। তবে ভিএআর গোলটাকে অবশ্য ঠিক বলেই মনে করেছে। ফলে আয়োজক যুক্তরাষ্ট্র কোপা আমেরিকায় দর্শকই বনে যায়।
দিনের অন্য ম্যাচে পানামা হোসে ফাহার্দো, এদুয়ার্দো গেরেরো আর সেজার ইয়ানিসেরের গোলে ৩-১ ব্যবধানের জয় তুলে নিয়ে শেষ আটে চলে যায়।