প্রথম বারের মতো কোপার শেষ আটে পানামা
কোপা আমেরিকায় এই নিয়ে দ্বিতীয় বারের মতো খেলতে এসেছে দলটা। তাতেই গড়ে ফেলেছে ইতিহাস। প্রথম বারের মতো কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চলে গেছে তারা।
পানামা মূলত কনকাকাফ অঞ্চলের দল। সে কারণে কনমেবল অঞ্চলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকায় তাদের খেলা হয় না সচরাচর। ২০১৬ সালে প্রথম বারের মতো আমন্ত্রণ পেয়ে এসেছিল এই টুর্নামেন্টে। আট বছর পর এল আবারও, এবারও অবশ্য এই আমন্ত্রণ পেয়েই।
২০১৬ সালের আসরটা অবশ্য ভালো কাটেনি তাদের। ১৬ দলের ভেতর ১২তম হয়ে সে আসরটা শেষ করেছিল দলটা। এবার পরিস্থিতিটা বদলে দিয়েছে দলটা। সি গ্রুপ থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে দলটা।
শেষ আটের সুবাস আগের ম্যাচেই পেতে শুরু করে পানামা। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয় ২-১ গোলে। এরপর আজ স্রেফ বলিভিয়ার বিপক্ষে জয়টা তুলে নিলেই হতো। হোসে ফাহার্দো, এদুয়ার্দো গেরেরো আর সেজার ইয়ানিসেরের গোলে ৩-১ ব্যবধানের জয় তুলে নিয়ে সে কাজটা করে ফেলেছে দলটা। আর তাতেই গড়া হয়ে গেছে ইতিহাস। প্রথম বারের মতো শেষ আটে চলে গেছে দলটা।