ঘুমিয়ে ভারত ম্যাচ মিসের পর তাসকিনের ক্ষমাপ্রার্থনা
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন আহমেদ গিয়েছিলেন সহ-অধিনায়ক হিসেবে। তবে ভারত ম্যাচের আগে এক কাণ্ড করে তিনি আলোচনায় এসেছেন সম্প্রতি। ঘুমের কারণে সুপার এইট পর্বের দ্বিতীয় ম্যাচে তিনি দলের সঙ্গে মাঠে যেতে পারেননি! এবার ক্রিকবাজ জানাচ্ছে, তিনি এরপরে দলের সবার কাছে ক্ষমাও চেয়েছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্তা ক্রিকবাজকে জানান, তাসকিন আগের রাতে ঠিক সময়ে ঘুমাতে পারেননি। পরের দিন সকালে যে কারণে তিনি সময় মতো উঠতে পারেননি, এবং টিম বাস মিস করে বসেন।
ভারতের বিপক্ষে তার একাদশে থাকার কথা ছিল। তবে শেষ মুহূর্তে এই সিদ্ধান্তে পরিবর্তন আসে। তাসকিনকে একাদশে রাখা হয়নি। দুই পেসার নিয়ে ভারতের বিপক্ষে নামায় সেদিন আলোচনাও কম হয়নি।
তাসকিনের ঘুম-কাণ্ডের পর প্রশ্ন উঠেছে তার কারণেই পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে কি না! তবে সে প্রশ্নের উত্তরটা নেতিবাচক আসার সম্ভাবনাই বেশি। সে ম্যাচের উইকেট দেখেই তিন পেসার খেলানোর সিদ্ধান্ত থেকেই সরে এসেছিল টিম ম্যানেজমেন্ট। না হয় ঘুমের কারণে টিম বাস ধরতে না পারা তাসকিনের জায়গায় দলে ঢুকতে পারতেন আরেক পেসার শরিফুল ইসলাম।
তবে বিসিবির সে কর্তা তাসকিনের বিষয়ে ক্রিকবাজকে বলেন, ‘এটা সত্য যে তাসকিন বাস মিস করেছিল, পরে দলের সঙ্গে যোগ দিয়েছে। তবে সে কেন খেলেনি, সে পরিকল্পনায় ছিল কি না, তা নিয়ে কোচই ভালো বলতে পারবেন।’
এই বিষয়ের কারণে দলের সঙ্গে, কোচের দূরত্ব সৃষ্টি হয়েছে কি না তাসকিনের, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি সমস্যা থেকেই থাকে, তাহলে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচেই একাদশে জায়গা পেল কী করে সে? সে দলের সবার কাছে সময়মতো ঘুম থেকে উঠতে না পারার কারণে ক্ষমা চেয়েছে। এটা নিয়ে কোনো ইস্যু বানানোর তো প্রয়োজন নেই!’
ক্রিকবাজ পরে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছে। তবে তখন তিনি এ বিষয়ে মন্তব্য করতে চাননি।