বিসিবির বোর্ড সভা শুরু
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভা আজ মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বসার কথা। নির্ধারিত সময়ে শুরু হয়েছে এই সভা।
সময়ের আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন হাজির হয়েছেন কার্যালয়ে। এরপর বিসিবির পরিচালকরাও এসেছেন মিরপুরে। ফলে নির্ধারিত সময় বিকেল ৩টাতেই শুরু হয়েছে সভা।
আজকের এই সভায় আলোচনায় উঠে আসবে বেশ কিছু বিষয়। সেগুলো কী, তা নিয়ে গতকাল সংবাদ মাধ্যমকে জানান বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘রুটিন বিষয়গুলোই আলোচিত হবে। এর বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ হবে। বাংলাদেশ দল কোনো আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে, এরপরের সভায় পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। এবারও তা হবে। এ ছাড়া অর্থনৈতিক কিছু বিষয় আছে আলোচ্য সূচিতে।’
এই সভায় বড় এজেন্ডা হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম আর বিশ্বকাপ। ধারণা করা হচ্ছে পারফর্ম্যান্স পর্যালোচনার পর সুপার এইট নিশ্চিত করার কারণে ক্রিকেটারদের জন্য আজ বোনাসের ঘোষণাও দিতে পারে বিসিবি।