রোহিতের কারণেই বিশ্বকাপ জেতা কোচ হতে পেরেছেন দ্রাবিড়

রোহিতের কারণেই বিশ্বকাপ জেতা কোচ হতে পেরেছেন দ্রাবিড়

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাহুল দ্রাবিড়। সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের প্রধান কোচের দায়িত্বে আর থাকবেন না তিনি। আর সেটি হলে বিশ্বকাপ জেতা কোচ হওয়া হতো না তার। তবে সেদিন রাহুল দ্রাবিড়কে ফোন দিয়ে প্রধান কোচের দায়িত্বে থেকে যাওয়ার জন্য বুঝিয়ে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর তো টি-টোয়েন্টি বিশ্বকাপটাও দ্রাবিড়কে জিতিয়েছেন রোহিত। নিজেও হয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। সে সময়ের ঘটনা মনে করে রোহিত শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন দ্রাবিড়।

রোহিতকে ধন্যবাদ জানিয়ে দ্রাবিড় বলেন, ‘নভেম্বরে আমাকে ফোন কল করে চালিয়ে যেতে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, রো (রোহিত)। আমি মনে করি আপনাদের প্রত্যেকের সাথে কাজ করা একটি বিশেষ সুযোগ এবং আনন্দের বিষয়। রো, দারুণ এই সময়ের জন্যও ধন্যবাদ। আমাদের কথা বলার অনেক সময় আছে, আমাদের আলোচনা করতে হবে, একমত হতে হবে, আবার মাঝে মাঝে ভিন্নমতও থাকবে, কিন্তু এসবের বাইরেও আপনাকে অনেক ধন্যবাদ।’

বিশ্বকাপ জয়ের পর সময়টা উপভোগ করাতেই ক্রিকেটারদের মনোযোগ দিতে বলেছেন দ্রাবিড়। বলেন, ‘আপনারা সকলেই এই মুহূর্তগুলি মনে রাখবেন। রান নয়, উইকেট নয়, আপনি কখনই আপনার ক্যারিয়ারের কথা মনে রাখেন না। তবে আপনি এই মুহূর্তগুলি মনে রাখবেন, তাই আসুন আমরা সত্যিই সময়টাকে উপভোগ করি।’

বিশ্বকাপ জয়ের পরও কেন ভারতের কোচ হতে চান না তা জানিয়ে দ্রাবিড় বলেন, ‘দুর্ভাগ্যবশত, যে ধরনের ঠাসা সময়সূচী আন্তর্জাতিক ক্রিকেটে। যেখানে আমি আমার জীবনের এই পর্যায়ে নিজেকে খুঁজে পেয়েছি, সেখানে আবার আবেদন করা যায় বলে আমার মনে হয়নি।’

সম্পর্কিত খবর