কলম্বিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষায় ব্রাজিল

কলম্বিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষায় ব্রাজিল

গ্রুপপর্বে দুই ম্যাচ খেলে ফেললেও এখনও কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেনি আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল। অন্যদিকে টানা দুই ম্যাচ জিতে গ্রুপ ডি থেকে কোয়ার্টার নিশ্চিত কলম্বিয়ার। সব মিলিয়ে তাই গ্রুপের শেষ ম্যাচে জয়টা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের জন্য।

কেননা, কোনো কারণে এই ম্যাচ হারলে কোপার গ্রুপপর্ব থেকেও বিদায় হয়ে যেতে পারে ব্রাজিলের। আর সেটা হবে তখনই যদি গ্রুপের অন্য ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে দেয় কোস্টারিকা। এমন ম্যাচে তাই মরণকামড়ই দিতে হবে ব্রাজিলকে। লড়তে হবে সেরাটা দিয়েই। ম্যাচ শুরু বুধবার বাংলাদেশ সময় সকাল ৭ টায়।

এবারের কোপা আমেরিকায় কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচ ড্র করে ব্রাজিল। এরপর অবশ্য দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় তুলেছে ব্রাজিল। যা এই ম্যাচের আগেও ব্রাজিলকে আত্মবিশ্বাসী করবে।

তবে শঙ্কার কারণও আছে। কেননা, এবারের কোপা আমেরিকায় বেশ দাপুটে ফুটবল খেলছে কলম্বিয়া। প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর পরের ম্যাচে তারা কোস্টারিকাকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। নিশ্চিত করে ফেলেছে কোয়ার্টার ফাইনাল। তাই তাদের বিপক্ষে ম্যাচটা কঠিন হওয়ারই কথা ব্রাজিলের। তাছাড়া কোয়ার্টার নিশ্চিত হওয়ায় ফুরফুরে মেজাজেই আছে কলম্বিয়ার ফুটবলাররা।

ব্রাজিলের বিপক্ষে নামার আগে কলম্বিয়া আত্মবিশ্বাস খুঁজে পেতে পারে আরও একটি জায়গায়। ব্রাজিলের বিপক্ষে সবশেষ দেখায় জয়টা যে পেয়েছিল তারায়। ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল কলম্বিয়া। সুখ স্মৃতি আছে কোপা আমেরিকাতেও। ২০১৫ কোপা আমেরিকায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল কলম্বিয়া। এই ম্যাচের আগেও যা নিশ্চয় তাদের সাহসী করে তুলবে।

তবে দু’দলের অতীত পরিসংখ্যানে তাকালে ব্রাজিল সাহসী হতে পারে। কেননা, সবশেষ ১০ বারের দেখায় ৫ বারই কলম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে তারা। বাকি ৩ ম্যাচ হয়েছে ড্র। ২ ম্যাচে জয় পেয়েছে কলম্বিয়া।

সম্পর্কিত খবর