বাবরের নেতৃত্বের সমালোচনায় রোহিতকে টেনে আনলেন আফ্রিদি

বাবরের নেতৃত্বের সমালোচনায় রোহিতকে টেনে আনলেন আফ্রিদি

ব্যর্থ ওয়ানডে বিশ্বকাপ মিশনের পর, টি-টোয়েন্টি বিশ্বকাপে স্মরণকালের সবচাইতে বাজে ভরাডুবি। আট মাসের ব্যবধানে পরপর দুটি বিশ্বকাপের দলের বাজে পারফরম্যান্সের কারণে দল যেমন সমালোচিত হচ্ছে, তেমনি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ক্যাপ্টেন বাবর আজমের নেতৃত্ব নিয়ে। এবার তার লিডারশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

নেতৃত্ব নিয়ে আফ্রিদির মত, ‘একজন অধিনায়কের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। নেতার বডি ল্যাঙ্গুয়েজ হয়ে ওঠে দলের বডি ল্যাঙ্গুয়েজ। লিডারকে একটি উদাহরণ তৈরি করতে হয়। রোহিত শর্মাকে উদাহরণ হিসাবে নিন। তার খেলা দেখুন। লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা সবাই আত্মবিশ্বাসী কারণ অধিনায়ক নিজে অ্যাগ্রসিভ এবং অ্যাগ্রসিভ ক্রিকেট খেলতে পছন্দ করেন। তাই আমি সবসময় বিশ্বাস করি যে অধিনায়কের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’

দলকে হতশ্রী পারফরম্যান্স থেকে ফিরিয়ে আনতে অন্যদের মতোই পরিবর্তনের বিকল্প দেখেন না সাবেক এই অধিনায়ক। বলা যায় মুখিয়ে আছেন পিসিবি কোন কোন জায়গায় পরিবর্তন আনেন সেটা দেখার জন্য।

যা নিয়ে আফ্রিদি বলেন, ‘সামগ্রিকভাবে যদি দলের পারফরম্যান্স ভালো হতো তাহলে প্রশ্ন উঠতো না। দলের পারফরম্যান্স ধারাবাহিক খারাপ হওয়ার কারণে পরিবর্তনের প্রশ্ন উঠেছে।দেখা যাক দলে বড় পরিবর্তন করার বিষয়ে পিসিবি চেয়ারম্যান কী সিদ্ধান্ত নেন। আমিও সেটা দেখার অপেক্ষায় আছি। আমি মনে করি একটি ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে।’

পাকিস্তানের ক্রিকেটে পরিবর্তন আনতে আফ্রিদির পরামর্শ তৃণমূল পর্যায়ে মানসিকতা পরিবর্তন করা। তার মতে অবস্থার উন্নতি করতে হলে তৃণমূল পর্যায় থেকেই উন্নতি করতে হবে। বিশ্বকাপে ভরাডুবির পর দল দেশে ফিরলেও দলের ব্যর্থতা, দলে কিংবা ক্যাপ্টেন্সিতে পরিবর্তন আনা, এসব বিষয়ে নীরব পিসিবি। দেখার অপেক্ষায় আফ্রিদিদের অপেক্ষার অবসান কখন হয়।।

 

সম্পর্কিত খবর