আফগানদের বিপক্ষে হারের কারণ ব্যাখ্যা করলেন পাপন
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্যন্ত গেলেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ দল। বিশেষ করে ব্যাটিং বিভাগের অবস্থা তো যাচ্ছেতাই। বিশ্বকাপ সফর শেষে খেলোয়াড়রা দেশে ফিরেছেন শুক্রবার। টাইগারদের পারফরম্যান্স নিয়ে আলোচনা করতে আজ (মঙ্গলবার) মিরপুরে বিসিবি কর্মকর্তাদের নিয়ে বোর্ড মিটিং করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন।
সেমিফাইনালে জায়গা করে নিতে হলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭৩ বলে ১১৬ রান। যা করে দেখাতে ব্যর্থ হয় নাজমুল শান্তরা। এমনকি তাদের খেলার ধরণে এই লক্ষ্য তাড়া করার কোনো চেষ্টাও দেখা যায়নি।
এ প্রসঙ্গে পাপন বলেছেন, ‘১২.১ ওভারে ১১৬ রান করা কঠিন কিছু না, কিন্তু ওই উইকেটে কেউ কখনো করে দেখাতে পেরেছে!? অস্ট্রেলিয়া ওই মাঠে কি করেছে! কত রান করেছে! একতরফা বললে তো হবে না। কন্ডিশন সুইটেবল ছিল না।’
আজ বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতিকে জিজ্ঞেস করা হয়, সবসময় আমাদের লক্ষ্য যদি পরের বিশ্বকাপ হয়, তাহলে শিরোপাটা আসবে কবে? জবাবে তিনি বলেন, ‘এই যে আপনি কথাটা বললেন। আমরা খেলার আগে বলি যে নেক্সট বিশ্বকাপ। এটা কোথায় পেলেন? আমি জীবনে এই কথা বলিই নাই। এইগুলো বানান কেমনে? কে বানায়, আপনারা? আমি বলছি যারা বানায়, তারা বানায় কেমনে!’
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের যেভাবে বিদ্রূপ করা হয় তা নিয়েও বেশ আপত্তি আছে পাপনের। এ নিয়ে তিনি বলেছেন, ‘পার্সোনাল যে অ্যাটাক, আর এই অ্যাটাকের একটা নমুনা আছে। টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, সমালোচনা করবে, সেটারও একটা লিমিট আছে। কিছু কিছু ক্ষেত্রে সেটা সমস্ত লিমিট ক্রস করে গেছে। আমরা এটা আর কোনোভাবেই গ্রহণ করবো না।’