জুতোয় আটকে থাকা পাথর সরাতে চায় ব্রাজিল
কোপার কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে বুধবার সকালে কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে ব্রাজিলকে। সকাল ৭ টায় ব্রাজিলের প্রতিপক্ষ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলা কলম্বিয়া। কোয়ার্টারে যেতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই ব্রাজিলের। তবে হারলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে একই সময়ে হওয়া অপর ম্যাচে কি করে বসে কোস্টারিকা; সেদিকে নজর রাখতে হবে ব্রাজিলকে। তবে সেটি চায় না ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে জিতে জুতোয় আটকে থাকা কঠিন পাথর সরিয়ে কোয়ার্টারে পা রাখতে চায় ব্রাজিল। ম্যাচের আগে যা জানিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেজ।
ব্রাজিলের জন্য কাজটা অবশ্য সহজ হওয়ার কথা নয়। কেননা, গ্রুপপর্বে দাপুটে ফুটবল খেলে দুটি জয় তুলেছে কলম্বিয়া। একই সঙ্গে টানা ২৫ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে কলম্বিয়া। তাছাড়া ব্রাজিলের বিপক্ষেও খেলা নিজেদের সবশেষ ম্যাচে জয় আছে কলম্বিয়ার। তবে অতশত না ভেবে কেবল ম্যাচ জয়ের কথায় ভাবছে ব্রাজিল। আর এ ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসীও দলটি। ব্রুনো গুইমারেজের কথায় অনন্ত সেটিই বুঝা গেল।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে গুইমারেজ বলেন, ‘কলম্বিয়া আমাদের জুতায় আটকে থাকা পাথরের মতো। যেটা আমরা আমাদের পথ থেকে সরিয়ে দিতে চাইবো পরের ম্যাচে। তাদের এমন অনেক খেলোয়াড় আছে যারা ব্যক্তিগতভাবেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। শারীরিকভাবে শক্তিশালী দল তারা, খেলার জন্য ভালো।’
প্রতিপক্ষ রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী ও কোপার অন্যতমসেরা দল হওয়ায় সতর্ক কলম্বিয়া। ম্যাচটি তাদের জন্য নিয়মরক্ষার হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে এ ম্যাচে জয় চায় তাদের। তাই সতর্ক থাকতেই হচ্ছে কলম্বিয়াকে। যা মানছেন দলটির কোচ নেস্টর লরেঞ্জো।
ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি তিনি বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে খেলা হলে আপনি কখনও ফেভারিট নন। তারা অনেক ইতিহাসসমৃদ্ধ দল। আমরা সবে কলম্বিয়ার ইতিহাসের কয়েকটি পাতা লেখা শুরু করেছি। যেটা কিছু সময়ে খুব ভালো হয়েছে। আমরা আরও বেশি ইতিহাস লেখার আশা করি। এই ধারা ধরে রাখতে নিজেদের সেরাটা দেব আমরা। কোয়ার্টার ফাইনালে ওঠার চেয়ে আমাদের অগ্রাধিকার পাবে গ্রুপের শীর্ষ দল হওয়া। তাই সেরাটা দিয়েই খেলবে দল।’