কলম্বিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে ব্রাজিল
কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামছে ব্রাজিল। তাদের সামনে প্রতিপক্ষ কলম্বিয়া।
এই ম্যাচে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন বনে যাবে ব্রাজিল। সে লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে প্রতিযোগিতার ৯ বারের চ্যাম্পিয়নরা।
স্যান ফ্র্যান্সিসকোর লেভিস স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটা। বাংলাদেশ সময় ৭টায় শুরু হবে ম্যাচটা।
আগের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। সে ম্যাচের একাদশের ১০ জনই আছেন আজকের একাদশে।
একমাত্র পরিবর্তন এসেছে রাইট উইংয়ে। আজ এখানে খেলছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া।
আগের ম্যাচে ওখানে খেলেছিলেন সাভিও। একটা গোলও করেছিলেন তিনি। তবে তার ওপর আজ ভরসা রাখেননি কোচ দরিভাল জুনিয়র।
একাদশ-
এলিসন
দানিলো, এডার মিলিতাও, মারকিনিয়োস, ওয়েন্ডেল
ব্রুনো গিমারেশ, জোয়াও গোমেজ
রাফিনিয়া, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র
রদ্রিগো