ব্রাজিলকে এগিয়ে দিলেন রাফিনিয়া
গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে কলম্বিয়ার বিপক্ষে জিততেই হবে ব্রাজিলকে। এমন সমীকরণ সামনে নিয়ে খেলতে নামা ম্যাচটা দারুণভাবেই শুরু করেছে সেলেসাওরা।
ম্যাচের দশ মিনিট না যেতেই ব্রাজিল এগিয়ে গেছে। গোলটা করেছেন এই ম্যাচে একাদশে ঢোকা রাফিনিয়া।
স্যান ফ্র্যান্সিসকোর লেভিস স্টেডিয়ামে আজ সকালে শুরু থেকেই কলম্বিয়া চেষ্টা করেছে ব্রাজিলের ওপর ছড়ি ঘোরানোর। তাতে একটা ফ্রি কিকও পেয়েছিল দলটা।
তবে হামেস রদ্রিগেজের নেওয়া ফ্রি কিকটা চলে যায় ক্রসবারের একটু ওপর দিয়ে। তার আগে ভিনিসিয়াস হলুদ কার্ড দেখেন প্রতিপক্ষকে ফাউল করে।
ম্যাচের ১২ মিনিটে ফ্রি কিক পায় ব্রাজিল। সেখান থেকে রাফিনিয়া গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে।