কোপার শেষ আটে কাদের বিপক্ষে খেলবে ব্রাজিল? 

কোপার শেষ আটে কাদের বিপক্ষে খেলবে ব্রাজিল? 

কোপায় শিরোপা পুনরুদ্ধারের এই মিশনটা ব্রাজিলের শুরু হয়েছিল হোঁচট দিয়েই। গ্রুপপর্বের প্রথম ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে। অবশ্য পরের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে উড়িয়ে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। এতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিতে গ্রুপপর্বের শেষ ম্যাচে সর্বোচ্চ ড্র করতে হতো দরিভাল জুনিয়রের দলটিকে। 

সেই সমীকরণ নিয়ে আজ (বুধবার) বাংলাদেশ সময় সকালে কলম্বিয়ার বিপক্ষে নামে ব্রাজিল। সেখানে রাফিনিয়ার গোলের শুরুতেই সেলেসাওরা এগিয়া গেলেও প্রথমার্ধে একদম শেষ মুহূর্তে সমতায় ফেরে দারুণ ছন্দে থাকা কলম্বিয়ানরা। শেষ পর্যন্ত সেই ১-১ ব্যবধানের ড্রয়েই শেষ হয় ম্যাচ। আর এতেই গ্রুপ ‘ডি’-থেকে রানার্স-আপ হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছাল ব্রাজিল। সেখানে এবার সেমিতে ওঠার লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষে লড়বে রদ্রিগো-পাকেতারা। আগামী ৭ জুলাই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

এদিকে দিনের আরেক ম্যাচ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে গ্রুপ ‘সি’-থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পৌঁছায় উরুগুয়ে। তিন ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। কোপায় ১৫টি শিরোপা জিতে যৌথভাবে আর্জেন্টিনার সঙ্গে সর্বোচ্চ শিরোপাধারী দলের তালিকায় শীর্ষে আছে উরুগুইয়ানরা। তবে টুর্নামেন্টের সবশেষ আসরগুলোতে খুব একটা ছন্দে নেই তারা। ১৩ বছর আগে সবশেষ ২০১১ আসরে শিরোপা জিতেছিল উরুগুয়ে। 

তবে সবশেষ ২০১৯ আসরে শিরোপাজয়ী ব্রাজিল শিরোপা পুনরুদ্ধারের এই মিশনটা এখানেই থামাতে চাইবে না। সাম্প্রতিক পরিসংখ্যান বিবেচনায় উরুগুয়ে খুব একটা ছন্দ না থাকেলও ফর্ম বিবেচনায় সেলেসাওদের কঠিন পরীক্ষার সামনেই দাঁড় করাতে যাচ্ছে পাবলো কুইরোগার দলটি। 

সম্পর্কিত খবর