কোয়ার্টার ফাইনালে খেলা হচ্ছে না ভিনিসিয়ুসের
প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ের ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন ব্রাজিলের ভিনিসিয়ুস, মিলিতাও, ভেন্ডেল ও পাকেতা। এতে গ্রুপপর্বে শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে এই চার তারকার কেউ আরও এক হলুদ কার্ড খেলেই পড়বে নিষেধাজ্ঞার মুখে। সেই শঙ্কা শেষ পর্যন্ত সত্যি হলো ভিনিসিয়ুস জুনিয়রের ক্ষেত্রে। আজকের ম্যাচের প্রথমার্ধে কলম্বিয়ান ফুটবলারদের সঙ্গে বিবাদে জড়িয়ে হলুদ কার্ড দেখেন তিনি। আর এতেই পড়েন এক ম্যাচের নিষেধাজ্ঞায়।
কলম্বিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানের ড্রয়ে গ্রপ ‘ডি’-থেকে রানার্স-আপ হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় ব্রাজিল। সেখানে তাদের ম্যাচ এবার উরুগুয়ের বিপক্ষে। কঠিন চ্যালেঞ্জের সেই ম্যাচে তাই আক্রমণভাগে সেলেসাওদের অন্যতম তারকা ভিনিসিয়ুসকে ছাড়াই নামতে হবে।
উরুগুয়ে কোপায় সবশেষ শিরোপা জিতেছে ২০১১ আসরে। ১৩ বছর কোপার আর কোনো শিরোপা তাদের ঝুলিতে না গেলেও টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬টি শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এবারের আসরটা দারুণ শুরু করেছে উরুগুইয়ানরা। গ্রুপপর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। এদিকে কোপায় শিরোপা পুনরুদ্ধারের এই মিশনটা ব্রাজিলের শুরু হয়েছিল হোঁচট দিয়েই। গ্রুপপর্বের প্রথম ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে। অবশ্য পরের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে উড়িয়ে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। এবার কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ে নিশ্চিত হয় শেষ আটের জায়গা।
এদিকে কোপায় গ্রুপপর্ব হোক বা নকআউট, সবশেষ ১৭ বছর আগে ২০০৭ সালে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে ও ব্রাজিল। ভেনেজুয়েলার সেই আসরের সেমিতে মূল ম্যাচ ২-২ ব্যবধানের ড্রয়ের পর টাইব্রেকারে উরুগুয়কে ৫-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল ব্রাজিল। পরে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপাটাও জিতেছিল তারা।