এক নজরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি

এক নজরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি

কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ। প্রাথমিক রাউন্ডের সবশেষ ম্যাচে ব্রাজিল ড্র করেছে কলম্বিয়ার বিপক্ষে। আর তাতেই মিলে গেছে শেষ আটের লাইন আপ। 

শেষ আটের লড়াই শুরু হবে আগামী ৫ জুলাই, শুক্রবার। সেদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে ইকুয়েডরের বিপক্ষে।

এরপরের দিন মাঠে নামবে এ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া কানাডা। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ মেক্সিকো।

৭ জুলাই মাঠে নামবে ব্রাজিল। তারা ডি গ্রুপ থেকে রানার্স আপ হয়ে শেষ আটে গেছে। তাই তাদের সামনে পড়বে সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে। এই তিন ম্যাচ হবে সকাল ৭টায়।

সেদিন এই ম্যাচের আগে আরও একটা ম্যাচ মাঠে গড়াবে। ডি গ্রুপের চ্যাম্পিয়ন কলম্বিয়া মুখোমুখি হবে সি গ্রুপের রানার্স আপ পানামার। কোয়ার্টার ফাইনালের একমাত্র ম্যাচ হিসেবে এটা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

এক নজরে কোয়ার্টার ফাইনালের লাইন আপ

ম্যাচ তারিখ সময়
আর্জেন্টিনা-ইকুয়েডর ৫ জুলাই সকাল ৭টা
মেক্সিকো-কানাডা ৬ জুলাই সকাল ৭টা
কলম্বিয়া-পানামা ৭ জুলাই ভোর ৪টা
উরুগুয়ে-ব্রাজিল ৭ জুলাই সকাল ৭টা

সম্পর্কিত খবর