ঘুম-কাণ্ড নিয়ে মুখ খুললেন তাসকিন

ঘুম-কাণ্ড নিয়ে মুখ খুললেন তাসকিন

ঘুমের কারণে ভারত ম্যাচের দলের সঙ্গে মাঠে পৌঁছাতে পারেননি, যে কারণে বাংলাদেশ সহ-অধিনায়ক পড়েছেন তোপের মুখে। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন ঘুমের কারণে মাঠে নামতে পারেননি, বিষয়টা তা নয়। তিনি এমনিতেই সেদিন পরিকল্পনার অংশ ছিলেন না। স্থানীয় পত্রিকার বরাত ধরে বিষয়টি জানিয়েছে ক্রিকইনফো।

কী হয়েছিল সেদিন? তাসকিন স্থানীয় একটি পত্রিকারকে জানান, ‘আমার একটু দেরি হচ্ছিল। তবে টসের প্রায় ৩০-৪০ মিনিট আগেই আমি মাঠে পৌঁছে গেছি। টিম বাস মিস করেছিলাম আমি। বাস ৮টা ৩৫ মিনিটে ছেড়ে গেছে। আমি মাঠের উদ্দেশে ৮টা ৪৩ মিনিটে গাড়িতে উঠেছি। প্রায় বাসের সঙ্গে সঙ্গেই আমি পৌঁছেছি মাঠে।’

তবে এর জেরে ভারত ম্যাচে দলে জায়গা পাননি, বিষয়টা মোটেও এমন নয়। তিনি বলেন, ‘আমি দেরিতে মাঠে গেছি, এ কারণে তারা আমাকে দলে নেয়নি, বিষয়টা এমন নয়। আমার এমনিতেই খেলার কথা ছিল না।’

সেদিন তাসকিন আহমেদের জায়গায় জাকের আলী অনিককে দলে নেয় বাংলাদেশ। শেখ মেহেদী হাসানের সঙ্গে সাকিব আল হাসান বোলিংয়ের উদ্বোধন করেন সে ম্যাচে। তাসকিন অবশ্য পরের ম্যাচেই দলের একাদশে ঢুকেছেন। আফগানদের বিপক্ষে তাসকিন ৪ ওভারে ১২ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন।

ক্রিকইনফো জানাচ্ছে, তাসকিনকে সে ঘটনার জন্য কোনো শাস্তি দেওয়া হয়নি। সাকিব এর আগে জানান, তাসকিন বিষয়টা নিয়ে ক্ষমা চেয়েছেন দলের কাছে, তা সবাই মেনেও নিয়েছে।

যদিও সাকিব তাসকিনের মাঠে যাওয়ার সময় নিয়ে ভিন্ন খবর জানিয়েছেন। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ যাতায়াতের জন্য বেশ কঠিন একটা জায়গা। সে টসের ৫-১০ মিনিট আগে এসেছে। তো সে সময় তাকে দলে নেওয়াটা টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন ছিল। তবে সে দলের কাছে ক্ষমা চেয়েছে। সবাই বিষয়টাকে স্বাভাবিকভাবেই দেখেছে। এটা অনিচ্ছাকৃত ভুল ছিল, এটা ওখানেই শেষ হয়ে গেছে।’

সম্পর্কিত খবর