অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন মিলার

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন মিলার

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। সে বিশ্বকাপে খুব কাছে থেকে শিরোপাটা হাত ফসকে যেতে দেখেছেন ডেভিড মিলার, আউট হয়েছেন শেষ ওভারে। এরপরই চাউর হয় তার অবসরের গুঞ্জন। তবে সেসব গুঞ্জন এবার উড়িয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার। 

বিশ্বকাপ ফাইনালের পর একাধিক সংবাদ মাধ্যম জানায় টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছেন মিলার। তিনি এবার জানিয়েছেন সেসব খবর মিথ্যা। 

তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে জানান বিষয়টি। বলেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আমার অবসরের গুঞ্জন ভিত্তিহীন। আমি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলাটা চালিয়ে যাব। আমার সেরাটা এখনও দেওয়া হয়নি।’

গত শনিবার রাতে বিশ্বকাপের ফাইনালে সাতে নেমে মিলার চাপেই ফেলে দিয়েছিলেন ভারতীয় বোলারদের। ১৯.১ ওভারে সূর্যকুমার যাদব ওই অবিশ্বাস্য ক্যাচটা না নিলে হয়তো তিনি ম্যাচটা জিতিয়েও দিতে পারতেন। কিন্তু শেষমেশ তা হয়নি আর। তিনি বিদায় নেন, এরপর দক্ষিণ আফ্রিকা ম্যাচটা হারে ৭ রানে। 

তবে সে দুঃখ ভুলে দক্ষিণ আফ্রিকা এখন তাকাচ্ছে নতুন দিনের দিকে। মিলারও জানালেন, সে দিনের সঙ্গী হতে আগ্রহী তিনিও।

সম্পর্কিত খবর