বিশ্বকাপ জিতে ধরাছোঁয়ার বাইরে হার্দিক
সময়টা বেশ কাটছে হার্দিক পান্ডিয়ার। ভারতকে বিশ্বকাপ জেতাতে অন্যতম ভূমিকা ছিল হার্দিকের। ফাইনালে শেষ দিকে বল হাতে দলের সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের উইকেট তুলে ভারতকে জয়ের পথে গড়ে দিয়েছিলেন হার্দিক। ম্যাচে ২০ রান খরচায় ৩ উইকেট তুলে দলকে জিতিয়েছিলেন বিশ্বকাপ।
এমন পারফরম্যান্সের পর হার্দিক এখন সবার ধরাছোঁয়ার বাইরে। বিশ্বকাপ জিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সিংহাসনে বসেছেন ভারতের এই পেস বোলিং অলরাউন্ডার। সবশেষ আইসিসি র্যাঙ্কিং হালনাগাদে দেখা গেছে এই চিত্র।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেছেন হার্দিক। তাকে জায়গা ছেড়ে দিতে হয়েছে অজি পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। হাসারাঙ্গার অবস্থান তালিকার ২ নম্বরে। অবশ্য হার্দিকের মতো ২২২ পয়েন্ট তারও।
খারাপ সময়ের মধ্যেও সাকিব অবশ্য সুখবর পেয়েছেন। গত সপ্তাহে ৬ নম্বরে নেমে যাওয়া সাকিব এ দফায় ১ ধাপ এগিয়েছেন। ২০৬ পয়েন্ট নিয়ে তার অবস্থান ৫ নম্বরে।
র্যাঙ্কিংয়ে বড় ধাক্কাটা খেয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। এক ধাক্কায় ৪ ধাপ পিছিয়ে তার বর্তমান অবস্থান তালিকার ৬ নম্বরে। ব্যাটিং র্যাঙ্কিংয়ে আহামরি কোনো পরিবর্তন নেই। বোলিংয়ে আদিল রশিদ শীর্ষস্থান ধরে রেখেছেন।
তবে এক লাফে ৭ ধাপ এগিয়ে তালিকার ২ নম্বরে চলে এসেছেন এনরিচ নরকিয়া। রশিদ খান ২ ধাপ পিছিয়ে অবস্থান করছেন ৪ নম্বরে। বাংলাদেশি পেসারদের মধ্যে ১ ধাপ পিছিয়ে মুস্তাফিজের অবস্থান ১৯ নম্বরে।