কোয়ার্টারে ব্রাজিল কোচের মাথা ব্যথা উরুগুয়ে

কোয়ার্টারে ব্রাজিল কোচের মাথা ব্যথা উরুগুয়ে

রেকর্ড ৫ বারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিল। কোপা আমেরিকায় শিরোপা আছে ৯টি। চলতি কোপা আমেরিকাতেও অন্যতম ফেভারিট তারা। শিরোপার অন্যতম দাবিদার। তবে গ্রুপপর্বে যেই ফুটবল খেলেছে ব্রাজিল; তাতে ব্রাজিলকে বোধয় এখন আর কোপার অন্যতম ফেবারিটের তালিকায় রাখার সুযোগ নেই। বলতে গেলে গ্রুপপর্ব কোনো রকমে পারি দিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে ব্রাজিল। তিন ম্যাচের মধ্যে জয় কেবল একটি। বাকি দুটিতেই ড্র।

গ্রুপপর্বের শেষ ম্যাচেও কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে পয়েন্ট ভাগ করতে হয়েছে ব্রাজিলকে। এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া। অন্যদিকে ব্রাজিল গ্রুপ রানার্সআপ। যে কারণে কোয়ার্টারে ব্রাজিলকে মুখোমুখি হতে হবে গ্রুপ ‘সি’ এর চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে। যেখানে গ্রুপপর্বে দারুণ ফুটবল খেলেছে উরুগুয়ে। দাপুটে জয় পেয়েছে তিন ম্যাচের তিনটিতেই। যা উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের অন্যতম বড় চিন্তার কারণ। তাছাড়া এমন কঠিন ম্যাচে ব্রাজিল পাচ্ছে না দলের সেরা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রকে। যা ব্রাজিলের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে আরও।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকেও দেখা গেল বেশ চিন্তিতই। উরুগুয়ের বিপক্ষে যে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের তিনি মানছেন সেটিও। কলম্বিয়ার বিপক্ষে ড্র’য়ের পর দরিভাল বলেন, ‘এটি একটি প্রক্রিয়া, যার অনেকগুলো ধাপ রয়েছে। এর কোনো ধাপ বাদ দিয়ে আপনি পরের ধাপে যেতে পারবেন না। আমরা চমৎকার প্রস্তুতি নিয়েছি। তবে একটি দল হিসেবে সব খুব খুঁটিনাটি বিষয় আওতায় আনার জন্য তা যথেষ্ট না। তাই যেকোনো সময় আমাদের ভোগতে হতে পারে।’

গ্রুপপর্বে দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় কোয়ার্টারে মাঠে নামতে পারবেন না ভিনি। উরুগুয়ের বিপক্ষে দলের সেরা তারকাকে ছাড়াই মাঠে নামা কঠিন ব্রাজিলের জন্য। যা মানছেন দরিভাল। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে আমরা অনেক দিন ধরেই নেইমারকে পাচ্ছি না। কাজেই আমাদের এটাও মেনে নিতে হবে সব ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের আমরা পাবো না। অন্যদের তাই এগিয়ে আসতে হবে। এটাই একমাত্র উপায়। তবে আমি মনে করি উরুগুয়ের বিপক্ষে আমাদের ম্যাচটি কঠিন হতে যাচ্ছে।’

কোয়ার্টার ফাইনালের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল মাঠে নামবে আগামী ৭ জুলাই সকাল ৭ টায়।

সম্পর্কিত খবর