বৃথা গেল পেরেরার সেঞ্চুরি, ফের হারল মুস্তাফিজ-হৃদয়ের ডাম্বুলা

বৃথা গেল পেরেরার সেঞ্চুরি, ফের হারল মুস্তাফিজ-হৃদয়ের ডাম্বুলা

প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান। এলপিএলে হেরেছিল তাদের দল ডাম্বুলা সিক্সার্সও। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল দলটি। কুসাল পেরেরার অপরাজিত ৫২ ১০২ রানের ইনিংসে জাফনা কিংসকে টার্গেট দিয়েছিল ১৯২ রানের। যদিও সেই টার্গেট শেষ পর্যন্ত কিংস টপকে গেছে ৪ উইকেট হাতে রেখে। এদিন ব্যাট করার সুযোগ হয়নি হৃদয়ের। বোলিংয়ে ৩০ রান খরচায় ২ উইকেট পেলেও দলকে জেতাতে পারেননি ফিজ।

প্রথম ম্যাচে রান পাননি পেরেরা। এদিন যেন সেটাই শোধে আসরে মিটিয়ে দিয়েছিলেন তিনি। ব্যাট হাতে শুরুতে নেমে ইনিংসের শেষ পর্যন্ত উইকেটে ছিলেন। ৫২ বলে ৫ ছক্কা ও ১০ চারে করেন ১০২ রান। তার দিনে ফার্নান্দো করে ৩৫ বলে ৪০ ও চাপম্যান ২৩ বলে ৩৩ রান। ডাম্বুলার ইনিংস থামে ২ উইকেটে ১৯১ রানে। ব্যাট করার সুযোগ হয়নি হৃদয়ের।

আগের ম্যাচে বল হাতে দলকে ডুবিয়েছিলেন ফিজ। ৪৪ রান খরচায় তুলেছিলেন ১ উইকেট। এদিন অবশ্য বোলিংটা নেহায়েত মন্দ করেননি তিনি। ২ উইকেট তুলেছেন মাত্র ৩০ রান খরচায়। শুরুতে ৩৬ রানের মধ্যে ৩ ব্যাটারকের ফিরিয়ে চেপেও ধরেছিলেন। তবে পরবর্তীতে সেই চাপ ধরে রাখা যায়নি। ব্যাট হাতে আভিষ্কা ফার্নান্দো ৩৪ বলে ৮০ রানের ইনিংস খেলে জয়টা কেড়ে নেয় ডাম্বুলার কাছ থেকে।

তাকে দারুণ সঙ্গ দিয়েছেন আরেক ব্যাটার চারিথ আসালাঙ্কা। ৩৬ বলে ৫০ রান করেন এই ব্যাটার। তবে শেষ দিকে লড়াই জমিয়ে তুলেছিল ডাম্বুলা। ম্যাচ সুপার ওভারে গড়ানোর মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেসব কিছুই হয়নি। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে জাফনাকে ম্যাচ জিতিয়েছেন ফাবিন অ্যালেন।

এদিন ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও ফিল্ডিংয়ে দারুণ এক থ্রুতে ধনঞ্জয়া ডি সিলভাকে সাজঘরে ফিরিয়েছেন তাওহিদ হৃদয়।

 

সম্পর্কিত খবর