ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টারে মেসি আছেন নাকি নেই

ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টারে মেসি আছেন নাকি নেই

কোপার কোয়ার্টার ফাইনালের ম্যাচে শুক্রবার আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। এই ম্যাচ জিতলে সেমিতে পা রাখবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর হারলে বাদ। নকআউট পর্বে তাই জয় ছাড়া ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই কোনো দলের সামনেই। আর এমন ম্যাচের আগে আর্জেন্টিনার দুশ্চিন্তার নাম লিওনেল মেসি।

কোপায় গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে উরুতে চোট পান মেসি। সেই সঙ্গে আগে থেকেই ভোগছিলেন ঠাণ্ডা জ্বরে। যে কারণে গ্রুপপর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামেননি মেসি। যেই শঙ্কা আছে কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়েও। এখনও দলের পক্ষ থেকে মেসির মাঠে নামার ব্যাপারে কোনো নিশ্চয়তা মেলেনি। তবে মেসিকে নিয়ে দু’রকম ভাবনায় ভেবে রেখেছে প্রধান কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে এমন কথায়।

তবে আশার কথা, এরইমধ্যে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মেসি। হিউস্টনে মঙ্গলবার দলের অনুশীলনে দেখা গেছে মেসিকে। যা আভাস দিচ্ছে মেসির খেলার। তবে টিওয়াইসি স্পোর্টস বলছে, মেসির চোট এখনও পুরোপুরি সেরে না উঠায় তাকে নিয়ে শঙ্কা কাটেনি পুরোপুরি। তাছাড়া খুব প্রয়োজন না পড়লে মেসিকে আরও কিছুটা বিশ্রাম দিয়ে সেমিফাইনালে খেলাতে চায় আর্জেন্টিনা।

সংবাদমাধ্যমটির মতে, এ ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে মেসির না খেলার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে মেসি না খেললে দলের নেতৃত্বের ভার থাকবে ডি মারিয়ার কাঁধে। শুরুর একাদশে দেখা যাবে তাকে। আর মেসি যদি শঙ্কা দূরে ঠেলে শুরুতেই মাঠে নামেন সেক্ষেত্রে ডি মারিয়াকে অপেক্ষায় থাকতে হবে। এ দু’জনকে একে অন্যের বিকল্প হিসেবেই ভাবা হচ্ছে।

তাছাড়া মেসি শুরুতে নামলে লাউতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজের মধ্যে একজনকে বেঞ্চে বসে থাকতে হবে। পরে অন্য কারো জায়গায় সুবিধা মতো তাদের নামানো হবে। আর এক্ষেত্রে সেটা ঘটতে পারে আলভারেজের ক্ষেত্রেই কেননা, এবার দারুণ ছন্দে আছেন মার্তিনেজ। গ্রুপপর্বেই তার গোল সংখ্যা ৪টি। তাই শুরুর একাদশে তাকে খেলানোর সম্ভাবনায় বেশি।

তবে ম্যাচের আগে সব রকম পরিস্থিতি মাথায় রেখেই অনুশীলন করেছে আর্জেন্টিনা। মেসি না থাকলে কি হবে, আর থাকলে কেমন হবে লাইনআপ সেসব নিয়ে পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন কোচ লিওনেল স্কালোনি। কেননা, যেকোনো মূল্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমাটা ধরে রাখতে চায় আর্জেন্টিনা। তাছাড়া ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার অতীত পরিসংখ্যানও কথা বলছে তাদের পক্ষেই। কাজেই এ ম্যাচে জয়েই চোখ রাখছেন স্কালোনি।

সম্পর্কিত খবর